ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি শিক্ষার্থীদের আল্টিমেটাম

ঢাবির হলের ভবন থেকে কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
ঢাবির হলের ভবন থেকে কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদদীন হলের দক্ষিণ ভবনের একাংশ দখল করে বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন হলটির সাধারণ শিক্ষার্থীরা।

এ ছাড়া সাত দিনের মধ্যে তাদের এ দাবি না মানলে লাগাতার কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তারা।

রোববার (১৯ মে) বিকেলে হলটির দুই ভবনের মধ্যবর্তী স্থানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একত্রিত হয়ে এ কর্মসূচি শুরু করেন।

এসময় ‘কর্মচারীদের স্থানান্তর করো, করতে হবে’, ‘আমার হলের সিট কোথায়, প্রশাসন জবাব চাই’, ‘কর্মচারীদের স্থানান্তর করো, আমাদের বাঁচাও’- ইত্যাদি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা যায়। এরপর হলটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।

কর্মসূচিতে অংশ নিয়ে হল ছাত্রলীগের প্রচার সম্পাদক আরিফ পাটোয়ারী কালবেলাকে বলেন, একই আবাসিক হলের ছাদের নিচে শিক্ষার্থীদের সঙ্গে স্টাফদের থাকার নজির ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর অন্যকোনো হলে নেই। এ নিয়ে অনেক আন্দোলন হয়েছে। পূর্বে অনেক ছাত্রনেতা, প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অনেকে এই সমস্যা সমাধানের আশ্বাস দিলেও কার্যত এই সমস্যার সমাধান হয় নাই। আমরা চাই, আমাদের বর্তমান প্রভোস্ট স্যারের হাত ধরে এই সমস্যার সমাধান হবে।

মাসুদ হোসেন নামে হলটির এক শিক্ষার্থী বলেন, আমরা জায়গার অভাবে আটজনের রুমে ১২ জন করে থাকি। এটা কোনো শিক্ষার পরিবেশ হলো? প্রায় দেড়শ থেকে দুইশ শিক্ষার্থীর আবাসস্থল তারা দখল করে আছে। তাদের স্থানান্তর করতে পারলে একটু হলেও শিক্ষার্থীরা শান্তিতে থাকবে।

জসীমউদদীন হলের আরেক শিক্ষার্থী বলেন, যাদের আমাদের সেবা করার জন্য অথচ তারাই হলের সেবা নিয়ে আমাদের সঙ্গে থাকেন। এটা আমাদের জন্য লজ্জার। এমনিতেই আমাদের হলে প্রচণ্ড আবাসিক সংকট, তারপরও যদি ভবনের অর্ধেক কর্মচারীদের দখলে থাকে তাহলে আমাদের থাকার জায়গা কে নিশ্চিত করবে?

এ বিষয়ে ঢাবির জসীমউদদীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান কালবেলাকে বলেন, হল প্রশাসন ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে। হলের প্রতিষ্ঠালগ্ন থেকেই এই অংশটা তারা ব্যবহার করে আসছে। আমি হলের দায়িত্ব নিয়েছি এক বছর হয়েছে। দায়িত্ব পাওয়ার পরই আমি শিক্ষার্থীদের এই সমস্যার কথাটা শুনেছি এবং আমাদের হলের দায়িত্বরত হাউস টিউটরদের নিয়ে পরিদর্শন করে দেখেছি, এই অংশটা কোনো স্ট্রাকচারে আছে বা শিক্ষার্থীদের জন্য কীভাবে ব্যবহার উপযোগী করা যায়। শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছে সেটা শুধু শিক্ষার্থীদেরই নয়, বরং হল প্রশাসনের এবং আমাদের সবার দাবি। কারণ, আমার হলই তো শিক্ষার্থীদের জন্যই। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে যত দ্রুত সম্ভব আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

সমাজ ও রাষ্ট্রের শত্রুরা ওত পেতে আছে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেপ্তার

‘গণহত্যায় উসকানিদাতা কবি, সাহিত্যিক, সাংবাদিকদেরও বিচারের আওতায় আনা হবে’

জাবিতে গণধোলাইয়ের শিকার সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য

বৈদেশিক ঋণ আবার ছাড়িয়েছে ১০০ বিলিয়ন ডলার

জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন নৌবাহিনীর ২শ’ সদস্য

সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাহাঙ্গীরনগরে সাবেক ছাত্রলীগ নেতাকে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু

ডিপিডিসি কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির নতুন কমিটি

১০

সংবিধান সংস্কার কমিশনের প্রধান হয়ে আলী রীয়াজের ফেসবুক স্ট্যাটাস

১১

আলজাজিরার অনুসন্ধান / যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

১২

রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটে ডামি ফুয়েল লোডিং শুরু

১৩

মহেশখালী থেকে অস্ত্রসহ একজনকে আটক করেছে নৌবাহিনী

১৪

নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

১৫

কুমিল্লায় ট্রাকচাপায় প্রবাসী যুবক নিহত

১৬

ভুল সংশোধনী ও দুঃখ প্রকাশ

১৭

ব্রাহ্মণবাড়িয়া শহরে যানজট নিরসনে পুলিশের অভিযান

১৮

মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন গৃহবধূ শারমিন

১৯

সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ, সৎ মা আটক

২০
X