ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইলেক্ট্রিক্যাল অ্যাকসেসরিজ এবং লাইটিং পণ্যের ৪৭ শতাংশই বেনামী ব্র্যান্ডের দখলে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

বর্তমানে দেশে ইলেক্ট্রিক্যাল অ্যাকসেসরিজ এবং লাইটিং পণ্যে বাজারের ৪৭ শতাংশই বেনামী ব্র্যান্ডের দখলে রয়েছে, যেগুলো স্থানীয়ভাবে তৈরি করা বা নিম্নমানের নকল অথবা কর ফাঁকি দিয়ে অনুমোদনহীনভাবে আমদানিকৃত। বাজারের বাকি ৫৩ শতাংশ পণ্য বিভিন্ন অনুমোদিত ব্র্যান্ড বা কোম্পানি তৈরি করে। এই ব্র্যান্ডেড পণ্যের মধ্যে ইলেক্ট্রিক্যাল অ্যাকসেসরিজের প্রায় ৯৪ শতাংশ ও লাইটিং পণ্যের ৮৯ দশমিক ০১ শতাংশ বাজারই দেশি কোম্পানির দখলে রয়েছে এবং দিন দিন এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

সম্প্রতি বাংলাদেশের ‘ইলেক্ট্রিক্যাল অ্যাকসেসরিজ এবং লাইটিং পণ্য’-এর ওপর মার্কেটিং ওয়াচ বাংলাদেশের (এমডব্লিউবি) দেশব্যাপী পরিচালিত এক গবেষণায় এসব তথ্য ওঠে এসেছে।

শনিবার (১৮ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমডব্লিউবির গবেষণার এসব তথ্য-উপাত্ত তুলে ধরা হয়। গবেষণার ফলাফল তুলে ধরেন মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান ও এমডব্লিউবির সহপ্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। এসময় আরও উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম ও বিভাগটির অধ্যাপক রাজিয়া বেগম।

এমডব্লিউবির প্রতিবেদনে বলা হয়, গবেষণার আওতায় আনা পণ্যগুলো ছিল- সুইচ, সকেট, হোল্ডার, মাল্টি-প্ল্যাগ, সার্কিট ব্রেকার, মিটার এবং বিভিন্ন হালকা পণ্য যেমন : এলইডি লাক্স, এলইডি টিউব, এলইডি প্যানেল, ব্র্যাকেট এলইডি, জিএলএস, এনার্জি এফিশিয়েন্সি বাল্ব, ইমার্জেন্সি লাইটিং অপশনস ইত্যাদি।

গবেষণায় দেখা যায়, দেশীয় কোম্পানিগুলোর মধ্যে সুপারস্টার গ্রুপ উভয় প্রকার পণ্যের ক্ষেত্রে বাজারে শীর্ষস্থান দখল করে আছে। গবেষণা অনুসারে, ইলেক্ট্রিক্যাল অ্যাকসেসরিজ ব্র্যান্ডেড পণ্যের মার্কেট শেয়ারে সুপার স্টার ২৯ শতাংশ, ওয়ালটন ১৭ শতাংশ, ক্লিক ১৭ শতাংশ, এনার্জি প্যাক ৯ শতাংশ, ওসাকা ৪ শতাংশ এবং ব্লিঙ্ক, এমইপি ও লাক্সারি প্রত্যেকে ৩ শতাংশ করে বাজার দখল করে আছে। অন্যদিকে ব্র্যান্ডেড লাইটিং পণ্যের মার্কেট শেয়ারে সুপার স্টার ২৫.৫৯ শতাংশ, ক্লিক ১৩ শতাংশ, ওয়ালটন ১২ শতাংশ, ট্রান্সটেক ১০ শতাংশ, এনার্জি প্যাক ৮ শতাংশ এবং ফিলিপস ৭ শতাংশ বাজার দখল করে আছে। এই শিল্পের অগ্রগতির পেছনে মূলত গত ২৫ বছরে ব্যাপক বিদ্যুতায়ন, অব্যাহত জিডিপি প্রবৃদ্ধি, ক্রমবর্ধমান আয়, দ্রুত ও পরিকল্পিত নগরায়ন, গ্রামীণ উন্নয়ন এবং সরকারের গৃহীত সমন্বিত উদ্যোগ নিয়ামক হিসাবে কাজ করেছে।

প্রতিবেদন অনুসারে, এটি একটি বড় এবং অপার সম্ভাবনাময় শিল্প। বর্তমানে দেশজুড়ে প্রায় ১ লাখ ৫০ হাজার খুচরা বিক্রেতা এবং ২৫০০ উদ্যোক্তাসহ মোট ৫ লাখেরও বেশি মানুষ এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত। দুই ক্যাটাগরির পণ্যের সম্মিলিত বাজার আকার ৬,০০০+- ৫০০ কোটি টাকা। যার মধ্যে ইলেক্ট্রিক্যাল অ্যাকসেসরিজ পণ্যের বাজার ৩,৩০০+- ২৭৫ কোটি এবং লাইটিং পণ্যের বাজার ২,৭০০+- ২২৫ কোটি টাকা। আশাব্যাঞ্জক তথ্য হলো- উভয় পণ্যের বাজার গত দুই দশক ধরে অব্যাহতভাবে বেড়েই চলেছে। ইলেক্ট্রিক্যাল অ্যাকসেসরিজ ও লাইটিং পণ্যের গড় প্রবৃদ্ধির হার যথাক্রমে ১০%+- ২% এবং ১৩%+- ২%। যদি আগামী দিনগুলোতে এই প্রবৃদ্ধির হার অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতিতে এই খাতটি একটি অত্যন্ত সম্ভাবনাময় বড় খাত হিসাবে আবির্ভূত হবে।

গবেষণা বলছে, এই বাজারের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো- মোট মার্কেট শেয়ারের প্রায় অর্ধেক নন ব্র্যান্ডেড অর্থাৎ নিম্নমানের নকল ও অনুমোদনবিহীন পণ্য দখল করে আছে। যেহেতু দেশীয় কোম্পানিগুলোর প্রবৃদ্ধির হার অনেক বেশি, তাই আগামী দিনগুলোতে দেশীয় কোম্পানিগুলো বাজারে আরও বেশি আধিপত্য বিস্তার করবে।

সার্বিক বিষয়ে সুপারিশ হিসেবে গবেষণায় বলা হয়, দুর্দান্ত সম্ভাবনাময় এই শিল্পের প্রবৃদ্ধির জন্য গ্রে-মার্কেটের কার্যক্রম হ্রাসে সরকারের তদারকি ব্যবস্থা জোরদার করতে হবে। একই সঙ্গে দেশীয় কোম্পানিগুলোকে উৎসাহিত করার জন্য সরকারের বিদ্যমান ট্যাক্স পদ্ধতির আমূল পরিবর্তন করতে হবে যাতে কোম্পানিগুলো কম ব্যয়ে পণ্যের কাঁচামাল আমদানি করতে পারে। পাশাপাশি এ সমস্ত শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ গড়ে তোলার জন্য সরকার এবং ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি জনগণের মধ্যে নিরাপদ ও মানসম্মত বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যবহারে সচেতনতা সৃষ্টি করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কিতদের নিয়ে খুলনায় বিএনপির কমিটি, তৃণমূলে ক্ষোভ

সিলেটসহ অন্যান্য স্থানে হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ

৮ জেলায় তাণ্ডব

বাড়ি বাড়ি গিয়ে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিলেন ইউএনও

বন্ধুকে নিয়ে প্রেমিকাকে ধর্ষণচেষ্টা, অতঃপর...

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলা, ৬ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

টঙ্গীতে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, গ্রেপ্তার ১

চট্টগ্রামে জোড়া খুন, ফুটেজ দেখে গ্রেপ্তার আরও একজন

‘স্বাধীনতা কনসার্ট’ স্থগিত

সিইপিজেডে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

১০

শান্ত-মিরাজদের ফিল্ডিং কোচ প্যামেন্ট

১১

গাজার জন্য প্রতিবাদের আহ্বান জানিয়ে মাশরাফীর স্ট্যাটাস

১২

সিলেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ৩

১৩

নেতানিয়াহুর বিরুদ্ধে সাবেক গোয়েন্দা প্রধানের গুরুতর অভিযোগ

১৪

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটকারীদের আটক করতে হবে : কয়েছ লোদী

১৫

কুমিল্লায় কেএফসিতে ভাঙচুর

১৬

বরগুনায় আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তাপ

১৭

খুলনায় কেএফসি, ডোমিনোজ ও বাটার শোরুমে ভাঙচুর

১৮

ফিলিস্তিনের মাটিতেও একদিন জুলাই আসবে : আখতার হোসেন

১৯

সংস্কার নিয়ে জাতীয় স্বার্থে নমনীয় থাকবে এবি পার্টি : মঞ্জু 

২০
X