বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের নিয়োগ অনাপত্তিপত্র ছাড়াই কর্মচারী পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রেখেছে বলে অভিযোগ উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়টিতে কর্মচারী পদে প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। অভিযোগ রয়েছে, উপাচার্য তার নিকটস্থ আত্মীয় ও পছন্দের জনবল নিয়োগ নিতে ২০২১ এবং ২০২৩ সালে যথাক্রমে দুবার পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা যায়, নিয়ম অনুযায়ী এক অর্থবছরের নিয়োগ-পরবর্তী নতুন অর্থবছরে নিয়োগ দিতে হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) থেকে অনাপত্তিপত্র প্রয়োজন হয়। বিভিন্ন সূত্রে জানা যায়, শেকৃবি প্রশাসন পরবর্তীতে নিয়োগের জন্য সেই অনাপত্তিপত্র নেয়নি।
ইউজিসির সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্র অনাপত্তিপত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ইউজিসির থেকে কোনো অনাপত্তিপত্র ছাড়াই নিয়োগ প্রক্রিয়া চলমান রেখেছে, যা চরম নিয়মের লঙ্ঘন।
তবে এ বিষয়ে শেকৃবি রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, আমরা ইউজিসিকে অবহিত করেছি এবং আমাদের পরবর্তী বাজেটে তারা নতুন পদসমূহকে যুক্ত করেছেন। তবে অনাপত্তিপত্র বিষয়টি নিয়ে আমার কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন