চবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘এক টাকায় শিক্ষা’র ক্লাসরুম প্রজেক্ট

স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক টাকায় শিক্ষা’ ফাউন্ডেশনের সদস্য ও শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক টাকায় শিক্ষা’ ফাউন্ডেশনের সদস্য ও শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক টাকায় শিক্ষা’ ফাউন্ডেশনের ক্লাসরুম প্রজেক্টে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে পুনরায় ক্লাসরুম প্রজেক্ট শুরু হয়েছে।

রোববার (১২ মে) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে এ সংক্রান্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় ক্লাসরুম প্রজেক্টের তত্ত্বাবধায়ক সাকিব আহমেদের সঞ্চালনায় ও ক্লাসরুম প্রজেক্ট ইনচার্জ শিহাব শাহরিয়ারের সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে ছিলেন ‘এক টাকায় শিক্ষা’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রিজুয়ান মজকুরি।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সভাপতি মোহাম্মদ আজহার ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, উদ্দীপ্ত বাংলাদেশের প্রতিষ্ঠাতা হাসিবুল খান, একলা চলো রে এর সভাপতি সাজেদুল ইসলাম পিয়াল ও সাধারণ সম্পাদক তানভীন লিওন। এ ছাড়াও ক্লাসরুম প্রজেক্টের ইনচার্জ শিহাব শাহরিয়ার, রোবাইদা খানম ওহী ও শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আজহার তার বক্তৃতায় এক টাকায় শিক্ষার কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, এমন গুরুত্বপূর্ণ কাজে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সর্বদা এক টাকায় শিক্ষা’র পাশে থাকবে এবং সুবিধাবঞ্চিত ও পথশিশুদের প্রয়োজনে সহযোগিতা করবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আয়োজনে অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

উদ্দীপ্ত বাংলাদেশের সভাপতি হাসিবুল খান এক টাকায় শিক্ষা ক্লাসরুম প্রজেক্টকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সর্বোচ্চ ত্যাগের জায়গা বলে আখ্যায়িত করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হবার স্বপ্নের দেখার কথা বলেন।

একলা চলো রে এর সভাপতি সায়েদুল ইসলাম পিয়াল বলেন, সমাজের মূলধারার বাইরের শিক্ষার্থীদের শিক্ষার আওতায় এনে সমাজ পরিবর্তন কাজ করে যাচ্ছে সংগঠনগুলো। শিক্ষার্থীদের প্রকৃত উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনসহ যেকোনো প্রয়োজনে সবাই একসঙ্গে কাজ করবো। একইসঙ্গে একলা চলো রের সাধারণ সম্পাদক তানভীন লিওন শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সামাজিক আচরণে ইতিবাচক পরিবর্তন শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করার আহ্বান জানান।

ক্লাসরুম প্রোজেক্টের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, আর্থিক অস্বচ্ছলতা ও প্রয়োজনীয় সুযোগ - সুবিধার অভাবে মেয়েকে পড়াশোনা করাতে চেয়েও পারছেন না। এক টাকায় শিক্ষার এমন আয়োজন ও উদ্যোগে সেটি সম্ভব হয়েছে।

শিক্ষার্থী রিপা বলেন, আজ আমার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং আমি জিপিএ ৪.০০ উত্তীর্ণ হয়েছি, যা কেবল এক টাকায় শিক্ষার সহোযোগিতায় সম্ভব হয়েছে। আমি খুবই আনন্দিত। আগামীতে কলেজে ভর্তি হবো এবং বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন আমার।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি তার বক্তব্যে সংগঠন তথা ক্লাসরুম প্রজেক্টের দীর্ঘ পথচলা ও পূর্ব অভিজ্ঞতাকে স্মরণ করে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্বুদ্ধ করে আগামীতে সফলভাবে দরিদ্র, অসহায় শিক্ষার্থীদের সহোযোগিতার ধারা অব্যাহত রাখার ও ভবিষ্যত সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে সুবিধা বঞ্চিত পথশিশু ও সাধারণ দরিদ্র প্রায় শতাধিক শিক্ষার্থীকে নিয়ে পুনরায় ক্লাসরুম কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

উল্লেখ্য, ‘এক টাকায় শিক্ষা’ ফাউন্ডেশন ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ ও ‘প্রিন্স ডায়ানা অ্যাওয়ার্ড’ প্রাপ্ত একটি দাতব্য প্রতিষ্ঠান। যেটি শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে। সম্প্রতি দুজন ইনচার্জ ও ১২ জন শিক্ষকদের নিয়ে ক্লাসরুম প্রজেক্ট কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন খারাপ হলেই বিল্লাল দখলে নিতেন অন্যের সম্পদ

কে এই ইয়াহিয়া সিনওয়ার

খাতা না দেখেই মনগড়া রেজাল্ট দিয়েছে, অভিযোগ শিক্ষার্থীদের

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

চিলমারীতে নদীতে ৫০০ হেক্টর জমি, নিঃস্ব ৩০০ পরিবার

বায়তুল মোকাররম মসজিদে নতুন খতিব নিযুক্ত 

১৮ অক্টোবর : ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

১৮ অক্টোবর : নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

বেরোবিতে ছিনতাইকারী গ্রেপ্তার

১০

ধর্মপাশায় কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

‘পারকি সৈকতকে আকর্ষণীয় করতে মাস্টারপ্লান নেওয়া হবে’

১২

বগুড়ায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৩  

১৩

দেবিদ্বারে কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৪

কুলাউড়া ছাত্রলীগ সভাপতি তায়েফ কারাগারে

১৫

তাহিরপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

উখিয়া রোহিঙ্গা শিবিরে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

১৭

নরসিংদীতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১৪

১৮

যেকোনো সময় চসিক মেয়রের চেয়ারে ডা. শাহাদাত

১৯

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

২০
X