চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির সময় ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। টেস্টের ফল পজিটিভ হলে ভর্তি বাতিল করা হবে বলে জানিয়েছে চবি কর্তৃপক্ষ।
রোববার (৫ মে) চবি উপাচার্য প্রফেসর মো. আবু তাহেরের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমিটির এক সভায় ডোপ টেস্টের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চবি উপাচার্য অধ্যাপক মো. আবু তাহের কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক আমাদের সমাজ, পরিবার ও সংস্কৃতিকে ধ্বংস করছে। তাই আমরা এ বছর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছি।
জানা গেছে, সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের চবিতে চূড়ান্ত ভর্তির আগে ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। ডোপ টেস্টে উত্তীর্ণ হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ কালবেলাকে বলেন, ডিন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ডোপ টেস্টের ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। তবে প্রথমবারের মতো শুধু ভর্তিচ্ছুদের ক্ষেত্রেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে ধীরে ধীরে সকল শিক্ষার্থীদেরই এর অন্তর্ভুক্ত করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, এতদিন যা ঘটে গেছে তা গেছে। এখন থেকে মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রথমদিকে আমরা ভর্তির জন্য ডোপ টেস্ট সার্টিফিকেট নেব। ডোপ টেস্ট পজিটিভ এলে ভর্তি বাতিল হবে।
মন্তব্য করুন