কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৪:১৯ এএম
আপডেট : ০১ মে ২০২৪, ০৭:৫৪ এএম
অনলাইন সংস্করণ

বন্ধুকে নিয়ে ঘুরতে এসে ছিনতাইয়ের শিকার জবি শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পুরোনো ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পুরোনো ছবি

বন্ধুকে নিয়ে ঘুরতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থী ইংরেজি বিভাগের ১৪তম ব্যাচের হাসানুর রহমান।মঙ্গলবার (৩০ এপ্রিল) সূত্রাপুর থানায় এ বিষয়ে একটি মামলা করা হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ভিক্টোরিয়া পার্কে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, গ্রাম থেকে আমার বন্ধু ঢাকায় এসেছিল ব্যবসার মালামাল কেনার জন্য। গুলিস্তান থেকে মালামাল কেনা শেষ করে রাতে আমার বাসায় থাকবে। বাসায় এসে গরমে অস্বস্তি লাগার কারণে বাসা থেকে বের হয়ে আমি আর আমার এলাকার বন্ধু ভিক্টোরিয়া পার্কে বসে ছিলাম। আমার একটা কল আসার কারণে আমি পাশে গিয়ে কথা বলতেছিলাম। ওই সময়ে দেখি আমার বন্ধুর সঙ্গে কয়েকজন তর্কাতর্কি করছে। পরে আমি সেখানে গিয়ে দেখি তারা আমার বন্ধুকে উল্টাপাল্টা প্রশ্ন করছে। তাদের দেখে বোঝা যাচ্ছিল তারা ওই সময় মদ খেয়ে এসেছে। যেহেতু আমার বন্ধু ঢাকায় এসেছে মালামাল কিনতে তার সাঙ্গে প্রায় ১৮ হাজার টাকা ছিল। কথা বলার একপর্যায়ে তারা আমার বন্ধুকে টাকা দিতে বলে। আমার বন্ধু বুঝতে পেরে তার সঙ্গে থাকা টাকাগুলো আমাকে দিয়ে দেয়। তারা টাকা আছে আমাদের কাছে বুঝে যায়। তর্কাতর্কির একপর্যায়ে আমি এবং আমার বন্ধুর কাছে ৫০০০ টাকা দাবি করে। কারণ জানতে চাইলে তারা বলে তোদের টাকা দিতে হবে, টাকা না দিলে এখান থেকে যেতে পারবি না।

ভুক্তভোগী শিক্ষার্থী আরও বলেন, আমার বন্ধু এলাকা থেকে এসেছে, এখানে আমার সুনাম জড়িত। তাই তাদেরকে বুঝালাম যেন এমন কাজ না করে। তাহলে পরিবারের কাছে আমার সম্মান শেষ হয়ে যাবে। আমি অনেক রিকুয়েস্ট করতে গেলে আমাকেও মারার হুমকি দেয়। টাকা না দিতে চাইলে আমার বন্ধুর কলার ধরে। পরে বলে ১ হাজার টাকা দিলে ছেড়ে দেব, তাড়াতাড়ি টাকা দে। পরে তারা আমাদের থেকে টাকা নিয়ে চলে যায়।

ছিনতাইকারীদের পরিচয় জানতে চাইলে ভুক্তভোগী হাসান বলেন, তারা ৫/৬ জন ছিল, সবগুলোই আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করে। ফিলোসোফি ডিপার্টমেন্টের ১২ ব্যাচের মেহেদী, মিউজিক ডিপার্টমেন্টের ১৪ ব্যাচের কৌশক সরকার সাম্য আরও যারা ছিল তাদেরকে চিনতে পারিনি।

হাসান আরও বলেন, পরের দিন সকালে আমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রক্টর অফিসে অভিযোগ দিয়ে আসি। প্রক্টর স্যার বিষয়টি দেখবেন বলেছেন এবং আমাকে থানায় অভিযোগ করতে বলেছেন। পরে আমি সূত্রাপুর থানায় গিয়ে অভিযোগ করে আসি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দায়িত্বে থাকা নেতারা বলেন, যাদের নাম বলা হয়েছে তারা কেউ ছাত্রলীগ করে না। তারা ছাত্রলীগের নাম ভাঙিয়ে এসব করে বেড়ায়। ছাত্রলীগের কোনো কার্যক্রমে তাদের সংযোগ নেই। এরা অপকর্মে জড়িত হয়ে ছাত্রলীগের নাম বলে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ভুক্তভোগীরা এসে অভিযোগ দিয়ে গেছে। যাদের নামে অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে এর আগেও আমাদের কাছে অভিযোগ এসেছে। বিষয়গুলো সবই একই রকম। আমি বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছি। তাদেরকে থানায় অভিযোগ করতে বলেছি, বিষয়টি যেন গুরুত্ব দেওয়া হয় আমি এ বিষয়ে থানায় কথা বলব।

অভিযোগের বিষয়ে সূত্রাপুর থানার ওসি মো: মাসুদ আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারা এর সঙ্গে জড়িত দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে ইইউর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সন্তানদের পিটুনিতে বৃদ্ধ বাবা হাসপাতালে

ঋণের চাপে যুবকের আত্মহত্যার অভিযোগ

‘প্রাণীর স্বাস্থ্য রক্ষায় দলগত প্রচেষ্টা দরকার’

দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিও’র বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের

চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠক

মালয়েশিয়ায় জমকালো বৈশাখী মেলা

লাল কার্ডের জন্য ক্ষমা চাইলেন রুডিগার

সিটি করপোরেশন প্রতিদিন ৮ লাখ টন ময়লা সংগ্রহ করছে : ডিএনসিসি প্রশাসক

রাবি সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

১০

মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা

১১

খুলনায় জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বাড়াতে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

১২

‘দেশে ধর্ম নিরপেক্ষতাকে ফিরতে দেওয়া হবে না’

১৩

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম গ্রেপ্তার

১৪

পাঁচ বোলারেই আস্থা, বাড়তি ব্যাটার নিয়ে ভাবছেন না সিমন্স

১৫

‘মেট্রো বন্ধ হলে ১৫ মিনিটে পৌঁছাতে হবে কারিগরি টিমকে’

১৬

মুক্তি পেল মৌসুমী ইকবালের ‘বাউড়া ছোঁড়া’

১৭

ববি রেজিস্ট্রারকে অপসারণের দাবিতে কুশপুত্তলিকা দাহ

১৮

চট্টগ্রামের উইকেট নিয়ে কী পরিকল্পনা বাংলাদেশের, জানালেন সিমন্স

১৯

লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা

২০
X