ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নামে ভুয়া জিমেইল অ্যাকাউন্ট খুলে পরিচিত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে ভুয়া বার্তা পাঠিয়ে বিভ্রান্ত করছে একটি প্রতারক চক্র।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে মাকসুদ কামাল নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি জানান এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
ফেসবুকে তিনি লিখেন, এটি একটি গুরুত্বপূর্ণ এবং জরুরি ঘোষণা। কেউ আমার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া জিমেইল অ্যাকাউন্ট তৈরি করেছে। প্রতারকচক্র গুগল চ্যাটে আমন্ত্রণ পাঠাচ্ছে এবং আমার নাম ব্যবহার করে ভুয়া বার্তা পাঠাচ্ছে।
ফেসবুক পোস্টে তিনি আরও জানান, আমি যে ই-মেইল আড্রেসটি ব্যবহার করি তা হলো- [email protected]. সুতরাং, অনুগ্রহ করে এই ধরনের কোনো আমন্ত্রণে সাড়া দেওয়ার আগে আমার উল্লিখিত ই-মেইল আড্রেসটি দেখুন। বিষয়টি আপনাদের পরিচিতদের মাঝে ছড়িয়ে দিন।
মন্তব্য করুন