চবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ১২:৫২ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

চবিতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

চবিতে মঙ্গলবার শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়। ছবি : কালবেলা
চবিতে মঙ্গলবার শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়েছে।এতে দুজন স্থানীয় ও চার শিক্ষার্থী আহত হয়। মঙ্গলবার (১২ মার্চ) ইফতারের পর ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইফতারের আগ মুহূর্তে বাইকে করে ২ নম্বর ফটকে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মারুফ নামের এক শিক্ষার্থী। তখন অন্যদিক থেকে আসা আরেকটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। অপর পাশের বাইকে থাকা ব্যক্তি বিশ্ববিদ্যালয়েরই কর্মচারী বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী। এরপরে দুজনের মধ্যে কথাকাটাকাটি এবং হাতাহাতির একপর্যায়ে জামিল আহমেদ শাওন নামের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একই বর্ষের আরেক শিক্ষার্থী এগিয়ে যান। এ সময় তাকেও পাশের আরেক দোকানি গালাগাল করতে থাকেন। পরে বিষয়টি মীমাংসা করে দেন উপস্থিত জনতা।

পরে ২ নম্বর ফটকে এই ঘটনার জের ধরে আরও ৩-৪ জন শিক্ষার্থীকে মারধর করে স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী জামিল আহমেদ শাওন বলেন, ‘দুটি বাইকে ধাক্কা লাগার পর আমি ওখানে যাই। তখন বিশ্ববিদ্যালয়ের ওই ছেলেকে চট্টগ্রামের ভাষায় গালাগাল করা হচ্ছিল। আমি নিষেধ করলে পাশের এক দোকানি এসে আমাকে বলে ‘ওরে মারতেছে তোর সমস্যা কী’। একপর্যায়ে সে আমার কলার ধরে। আমার সঙ্গে আলাওল হলের আরও ছেলেরা ছিল। একটা বড়সড় ঝগড়া বেধে যায় তখন।’

এ বিষয়ে আলাওল হলের নেতা শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও কর্মকর্তার মধ্যে বাইকে ধাক্কা লাগে। একপর্যায়ে জামিল নামের ছেলের কলারে হাত দিলে ঝগড়া লেগে যায়। আমরা এখন বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নুরুল আজিম সিকদার বলেন, ‘দুটি বাইকে সংঘর্ষ হয়েছে। এ নিয়ে ঝামেলা শুরু হয়। স্থানীয় দুজন আহত হওয়ার খবর পেয়েছি। শিক্ষার্থী আহতের কথা জানি না। আমরা স্থানীয় চেয়ারম্যান-মেম্বারসহ বৈঠক করছি। দ্রুত এর মীমাংসা হয়ে যাবে।’

চবির উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী বলেন, ‘আমি ঘটনা শুনে তাৎক্ষণিক এখানে এসেছি। উভয়পক্ষের বক্তব্য শুনে মীমাংসা করার চেষ্টা করছি। স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, পুলিশ ও প্রক্টরিয়াল বডিও আমাদের সঙ্গে রয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিলে বিএনপি নেতার গুলির প্রতিবাদে বিক্ষোভ

রৌমারীতে ব্যবসায়ীদের আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত

৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ায় মামুনের বিরুদ্ধে যুবদলের মামলা

আওয়ামী লীগ নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে যোগদান

ক্ষমা পেয়ে আমিরাত থেকে ১২ জন ফিরছেন চট্টগ্রামে

‘ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার দুই ভাবে পরাজিত’

মহানবীকে (সা.) কটূক্তিকারী সেই যুবকের বিরুদ্ধে মামলা

শিবচর আঞ্চলিক সড়কে গ্রামবাসীর বৃক্ষরোপণ

মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ ধামাচাপা, ৭ দিন পর ফাঁস

১২ দিনেও মেলেনি রানীনগরে নিখোঁজ নার্গিসের সন্ধান

১০

দায়িত্বশীলদের নিয়ে সাতক্ষীরায় ছাত্র শিবিরের সমাবেশ

১১

আযহারী শিক্ষার্থীরা হবে বাংলাদেশ ও মিশরীয় ঐতিহ্যের সেতুবন্ধন : মিশরীয় রাষ্ট্রদূত

১২

রাজশাহীতে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

১৩

আন্দোলনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই

১৪

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক সমাবেশ

১৫

কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

১৬

পাকিস্তানের জলসীমায় বিপুল তেল-গ্যাস মজুতের সন্ধান

১৭

বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেকদের

১৮

পাবিপ্রবি ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে তুলে নেওয়ার অভিযোগ

১৯

জেল খেটেছি তবু শেখ হাসিনার মতো পালিয়ে যাইনি : সাবেক এমপি হাবিব

২০
X