চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গণ ইফতার কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গণ ইফতার কর্মসূচির আহ্বায়ক চবির আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নিয়ামত উল্লাহ ফারাবী বলেন, রমজান আমাদের জন্য একটি নেয়ামতের মাস। ইফতারকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো। অক্সফোর্ড ইউনিভার্সিটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে রমজানকে স্বাগত জানিয়ে পোস্ট দিয়েছে। ইফতার আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসে ইফতার অনুষ্ঠান পালনের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজ গণ ইফতার কর্মসূচির আয়োজন করেছি।
গণ ইফতারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ এবং ক্যাম্পাস ও দেশের সার্বিক সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।
মন্তব্য করুন