জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাস্টারপ্ল্যান প্রণয়ন না করে নির্মিতব্য জীববিজ্ঞান অনুষদ এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভবন তৈরির কাজ বন্ধ করাতে চায় ছাত্র ইউনিয়ন জাবি সংসদ। এ দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রোববার (১০ মার্চ) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রসংলগ্ন সড়কের পশ্চিম পাশে বন উজাড় করে সদ্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়া ভবনের নির্মাণকাজ বন্ধ রাখতে বাধ্য করেন সংগঠনটির নেতাকর্মীরা। এরপর সেখানে মানববন্ধন করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী তন্ময় বলেন, ২০১৯ সাল থেকেই আমরা আন্দোলন করে আসছি। ১৪০০ কোটি টাকার একটি প্রস্তাবনা মাস্টারপ্ল্যান ছাড়া আমরা কোনোভাবেই হতে দিতে পারি না। কোনো ভবন নির্মাণ, জলাশয় ভরাট করতে দেব না। মাস্টারপ্ল্যান করে আমাদের দেখানো না হলে বিশ্ববিদ্যালয়ের কোনো গাছ, কোনো ঘাস কাটতে দেব না। আমরা চাই সব ভবনই হোক কিন্তু মাস্টারপ্ল্যান করে করা হোক। জাবি সংসদ ছাত্র ইউনিয়ন সভাপতি আলিফ মাহমুদ বলেন, রফিক-জব্বার এবং শেখ রাসেল হলকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে সেটা শুধু মাস্টারপ্ল্যান না থাকার কারণেই হয়েছে। মাস্টারপ্ল্যান ছাড়া আর কোনো ভবন হবে না। প্রশাসন যদি কোনোভাবে চায় এই বিশ্ববিদ্যালয় একটি মরুভূমিতে পরিণত করবে, তাহলে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন প্রতিহত করার জন্য প্রস্তুত আছি।
এ দিনই দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম জীববিজ্ঞান অনুষদ এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মন্তব্য করুন