খুবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

খুবিতে পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে শনিবার

পরিবেশবিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের ব্যানার। ছবি : কালবেলা
পরিবেশবিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের ব্যানার। ছবি : কালবেলা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের আয়োজনে পরিবেশবিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন আগামী শনিবার (২ মার্চ) থেকে শুরু হচ্ছে। সম্মেলনের এবারের প্রতিপাদ্য- ‘টাইম ফর ন্যাচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট’ অর্থাৎ, প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার জন্য এখনই সময়।

এদিন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

সম্মেলনের চিফ প্যাট্রন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্লেনারি স্পিকার হিসেবে বক্তৃতা করবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। বিশেষ অতিথি থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। প্যাট্রন হিসেবে উপস্থিত থাকবেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ।

সম্মেলনের দ্বিতীয় দিন ৩ মার্চ সকাল সাড়ে ১০টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। এদিনও চিফ প্যাট্রন হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। এ ছাড়াও প্যাট্রন হিসেবে উপস্থিত থাকবেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বায়োডাইভারসিটি-সেক্টর ডয়েচে গেসেলশ্যাফ্ট ফর ইন্টারন্যাশনাল জুসামেনারবিট (জিআইজেড) জিএমবিএইচ এর কো-অর্ডিনেটর এবং এসওএনজি’র চিফ এডভাইজার ড. স্টেফান আলফ্রেড গ্রোইনওল্ড।

সম্মেলনে সভাপতিত্ব করবেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. দিলীপ কুমার দত্ত। সম্মেলন থেকে প্রাপ্ত সুপারিশ তুলে ধরবেন সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব ও সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী।

এ সম্মেলনে মোট ৬টি কি-নোট পেপার উপস্থাপিত হবে। কি-নোট পেপার উপস্থাপন করবেন ভারতের তাঁতিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম এম সাক্সেনা, নেপালের ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. প্রমোদ কুমার ঝা, ইতালির মলিস বিশ্ববিদ্যালয়ের অ্যানালাইটিক্যাল কেমেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স-এর প্রফেসর ড. প্যাসকালে অ্যাভিনো, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেল্থ সায়েন্সেসের প্রাক্তন ভাইস-চ্যান্সেলর এবং বাংলাদেশ একাডেমিক অব সায়েন্সেসের ফেলো প্রফেসর ড. লিয়াকত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স-এর পরিচালক প্রফেসর ড. সাবরিনা নাজ এবং দুবাই সাফারি পার্কের প্রিন্সিপ্যাল ওয়াইল্ডলাইফ স্পেশালিস্ট ড. মোহাম্মদ আলী রেজা খান।

সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব ও সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী জানান, এবারের সম্মেলনে বাংলাদেশ, ভারত, ভূটান, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, পোল্যান্ড, ইতালি এবং জার্মানি থেকে থেকে ২৪৫ জন দেশি-বিদেশি বিশেষজ্ঞ, বিজ্ঞানী সশরীরে এবং ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।

এর মধ্যে এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক বিদেশি অতিথি (৪৫ জন) খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছেন। সম্মেলনে ১২৮টি ওরাল প্রেজেন্টেশন, ৪৮টি পোস্টার প্রেজেন্টেশন, ৬টি কি-নোট পেপারসহ ১৮৩টি গবেষণা নিবন্ধ উপস্থাপন করা হবে। সম্মেলন শেষে একটি সুপারিশমালা প্রস্তুত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ট্যাংক এখন তাইওয়ানের হাতে

সিলেটে প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

‘রাজপথের কথা না শুনলে বিভাগীয় কমিশনারের কানে গরম পানি ঢালা হবে’

উপাচার্যের আশ্বাসে যবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান স্ত্রীসহ গ্রেপ্তার

সাবেক ছাত্রদল নেতাকে থানায় আটকে ঘুষ আদায়ের অভিযোগ

খুলনায় আবারও দুবৃত্তদের গুলিতে যুবক নিহত

ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

চট্টগ্রামে খাবারের উচ্ছিষ্ট বিক্রি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবককে হত্যা

ওয়ার্ল্ড ভিশনে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ, থাকছে অনেক সুবিধা

১০

মেয়ের বাড়ি যাওয়া হলো না বৃদ্ধার

১১

স্নাতক পাসে আড়ংয়ে চাকরির সুযোগ

১২

ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডের ছবি ইজতেমা মাঠের নয়

১৩

জামালপুরের সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৪

নোবিপ্রবিতে প্রথমবারের মতো ‘মিট আপ উইথ ভাইস চ্যান্সেলর’ অনুষ্ঠিত

১৫

প্রয়োজন পরিবেশদূষণের টেকসই সমাধান : ব্যারিস্টার ফুয়াদ

১৬

চলে গেলেন তথ্যপ্রযুক্তির নায়ক এস এম কামাল

১৭

বাংলাদেশকে ৭ হাজার ৭৪০ কোটি টাকা দিচ্ছে আইএমএফ

১৮

গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য : চসিক মেয়র

১৯

খেলাফত মজলিসে যোগ দিলেন মাওলানা শাহীনূর পাশা

২০
X