চবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ
ঢাবির ভর্তি পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত প্রায় ১০ শতাংশ পরীক্ষার্থী

চবি কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
চবি কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা। এই অনুষদে চবি কেন্দ্রে মোট আবেদন করে ৮ হাজার ১৯২ শিক্ষার্থী। কিন্তু ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৭ হাজার ৪৪৭ পরীক্ষার্থী। উপস্তিতির হার ৯০.৯১%। অনুপস্থিতির হার ৯ দশমিক ৯ শতাংশ। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন বি ইউনিটের চবি কেন্দ্রের সমন্বয়ক আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ভর্তিপরীক্ষা শুরু হয়। অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুকক বলেন, 'খ' ইউনিটে চবি কেন্দ্রে সর্বমোট ৮ হাজার ১৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৪৪৭ জন উপস্থিত ছিলেন। শতকরা উপস্থিতির হার ৯০ দশমিক ৯১ শতাংশ। এ ছাড়া অনুপস্থিত ছিলেন ৭৪৫ জন।

তিনি আরও বলেন, আজকের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এবারের ঢাবির ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট বরাদ্দ। এমসিকিউ-তে প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা যাবে। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সক্রিয় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি এড়াতে আট জোড়া শাটল ট্রেনের ব্যাবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন বিএনসিসি, রোভার স্কাউট এবং বিভিন্ন জেলা স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহায়তা করেছে।

পাহাড়তলী কলেজ থেকে পরীক্ষা দিতে আসা জুলিয়ান ফার্নান্ডেজ কালবেলাকে জানান, গতবারের তুলনায় একটু সহজ হয়েছে পরীক্ষা। কিন্তু বাংলার রিটেন অংশ আমার কাছে কঠিন মনে হয়েছে।

এদিকে গতবারের মতো এ বছরও বিভাগীয় শহরে ঢাবির ভর্তিপরীক্ষা হওয়ায় খুশি অভিভাবকরা। চকরিয়া থেকে বোনকে নিয়ে এসেছেন পেশায় শিক্ষক ফরহাদ উদ্দীন । তিনি বলেন, চট্টগ্রামে পরীক্ষা হওয়ায় কোনো অতিরিক্ত ভোগান্তি পোহাতে হয়নি। সময় নষ্ট হয়নি। প্রতিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিভাগীয় শহরে পরীক্ষা নিতে পারে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, আজ ঢাবির প্রথম ভর্তি পরীক্ষা। পরীক্ষা সুন্দরভাবেই হয়েছে। শিক্ষার্থীদের যেন কোনো ভোগান্তি না হয়, সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ নজরদারি ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার

চট্টগ্রাম আদালতের কার্যক্রম বন্ধ

আইনজীবী হত্যার ভিডিও দেখে আটক ৬ : প্রধান উপদেষ্টার কার্যালয়

জ্যোতিদের রেকর্ড, আক্ষেপ সুপ্তার

সাইফুল হত্যার বিচারের দাবি জানিয়েছেন ঢাকা কলেজ সনাতন ধর্মাবলম্বীরা

‘সম্প্রদায় জাত-ভেদ ভুলে বাংলাদেশি হয়ে থাকার আহ্বান’

দুপুরে আমেরিকান দূতাবাসে যাচ্ছেন খালেদা জিয়া

আইনজীবী হত্যার বিচারের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হাইব্রিড মডেলই পছন্দ আইসিসির

আইনজীবী হত্যা ঘিরে সুপ্রিম কোর্টসহ সব বারে বিক্ষোভের ডাক

১০

মার্কিন ‘বি-৫২ বোমারু বিমান’ আটকে দিল রাশিয়া

১১

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

১২

ইসকন নিষিদ্ধের দাবিতে ববিতে বিক্ষোভ

১৩

লিভারপুল-রিয়াল মাদ্রিদ লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব

১৪

ইসকন ইস্যুতে সরকারের অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট

১৫

আইনজীবী আলিফের জানাজায় মানুষের ঢল

১৬

হঠাৎ মিয়ানমারের বিদ্রোহীদের ইউটার্ন, জান্তার সঙ্গে বসছে

১৭

আকিজ বশির গ্রুপের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮

অবশেষে মেসিদের নতুন কোচের নাম ঘোষণা

১৯

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

২০
X