জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। পরীক্ষার্থী উপস্থিতির হার সন্তোষজনক। বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি ভর্তি পরীক্ষায় কোনো প্রভাব ফেলেনি; এমনটি জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়। এ সময় সমাজবিজ্ঞান অনুষদে দ্বিতীয় পর্বের পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন উপাচার্য।
উপাচার্য বলেন, ‘সুষ্ঠু পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিতির হার ৭০-৮০ শতাংশ। আমরা ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি তদারকি করছি। বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি এবং আন্দোলনের কোনো নেতিবাচক প্রভাব ভর্তি পরীক্ষায় পড়েনি।’
আগামী রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় হবে প্রথম পর্বে ‘সি-১’ ইউনিটের পরীক্ষা। পরে সকাল ১০টা ২৫ মিনিট থেকে ‘সি’ ইউনিটের বাকি পর্বের ভর্তি পরীক্ষা শুরু হবে। ২৭ ফেব্রুয়ারি ও ২৮ ফেব্রুয়ারি দুই দিনে ৪ পর্ব করে ‘ডি’ ইউনিট, ২৯ ফেব্রুয়ারি সকাল ৯টায় ২টি পর্বে ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। পরে বেলা ১১টা ৫০ মিনিটে তৃতীয় পর্বে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন শেষ দুই পর্বে হবে ‘ই’ ইউনিটের পরীক্ষা।
মন্তব্য করুন