জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা কর্তৃক নারী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর চাঁনখারপুল থেকে বকশি বাজার মোড় পর্যন্ত এই বিক্ষোভ মিছিল হয়।
এ সময় নেতাকর্মীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক নারী ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ইজাজুল কবির রুয়েল, সহসভাপতি হাসানুর রহমান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, গণেশ চন্দ্র রায় সাহস, রাজু আহমেদ, তরিকুল ইসলাম তারেক, নুরে আলম ভূইয়া ইমন, সাহিনুর রহমান, বিজয় একাত্তর হলের সাধারণ সম্পাদক বিএম কাউছার, অমর একুশে হল ছাত্রদলের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাপ্পি প্রমুখ।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এক দম্পতিকে ডেকে এনে হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন জঙ্গলে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ও বহিরাগত যুবক মামুন (৪৫)। তাঁদের মধ্যে মোস্তাফিজ মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক।
মন্তব্য করুন