জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের পদত্যাগের এক দফা দাবিতে কালো পতাকা মিছিল করেছে ছাত্রলীগের ৩ শতাধিক নেতাকর্মীরা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় ৭টি হলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বরে এসে জমায়েত হয়। এরপর তারা একটি মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর, ক্যাফেটেরিয়া হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়।
লিখিত বক্তব্যে নেতাকর্মীরা জানান, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, মাদক ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং নেতাকর্মীদের সঙ্গে খারাপ আচরণের কারণে আমরা রাস্তায় নেমেছি। তাকে গত ২৩ জানুয়ারি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছি। তার জুলুম, নিপীড়ন, স্বেচ্ছাচারিতার কারণে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আজ কলঙ্কিত।
তারা আরও বলেন, সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে তদন্ত চলাকালীন সময়ে অবৈধভাবে হল কমিটি গঠন করেছে। হল কমিটিতে ত্যাগী নেতাদের বঞ্চিত করে বিবাহিত, অছাত্র, বহিষ্কৃত, ক্যাম্পাসে যাদের নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাদের জায়গা দিয়েছে। ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার উদ্দেশে সন্ত্রাসীদের দিয়ে এই কমিটি ঘোষণা দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং তার পদত্যাগ দাবি করছি।
এর আগে গত ২৩ জানুয়ারি থেকে লিটনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে বিক্ষুব্ধরা। পরে ২৭ জানুয়ারি কেন্দ্রীয় ছাত্রলীগ তদন্ত কমিটি গঠন করে। কিন্তু ৩১ জানুয়ারি পরামর্শ ছাড়াই দুইটি হলের হল কমিটি ঘোষণা করলে আবারও রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধরা।
মন্তব্য করুন