‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানকে সামনে রেখে চলছে ৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসর। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।
মর্যাদাপূর্ণ এ উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেশন বিভাগগুলোতে বাংলাদেশসহ ৭৪টি দেশের মোট ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এর মধ্যে জায়গা করে নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইকবাল হাসান খান (সুস্ময়)-এর চলচ্চিত্র 'বাড়ি ফিরে বৌদ্ধ'। স্পিরিচুয়াল ফিল্মস সেকশনে নির্বাচিত হয়েছে ৩০ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটি।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।
ইকবাল হাসান খান (সুস্ময়) বলেন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশের অন্যতম একটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব। এবারই প্রথম আমার কোনো চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শনী হচ্ছে। উৎসবে এত মানুষের সামনে চলচ্চিত্রটির প্রদর্শনী হবে এজন্য খুবই আনন্দিত। বান্দরবানের মারমা সম্প্রদায়ের শিশুদের জীবন নিয়ে নির্মিত হয়েছে 'বাড়ি ফিরে বৌদ্ধ' চলচ্চিত্রটি।
জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁয়েজ মিলনায়তন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাকাডেমি মিলনায়তনে প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো।
মন্তব্য করুন