খুলনা ব্যুরো
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৮:০৩ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, কুয়েটে ২১ শিক্ষার্থী বহিষ্কার

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ২১ শিক্ষার্থীকে লালন শাহ হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সংঘর্ষে ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) হলের প্রভোস্ট ড. মো. আব্দুল হাফিজ মিয়া স্বাক্ষরিত এক আদেশে তাদের বহিষ্কারের এ সিদ্ধান্ত জানানো হয়।

আহতরা হলেন- সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ ব্যাচের তাহমিদুল হক ইশরাক, ১৮ ব্যাচের যোবায়ের হোসেন নাইম, মেকানিক্যাল ১৭ ব্যাচের সাফায়েত সাইমুম, ১৮ ব্যাচের নিলান খালেক পারাবার। গুরুতর আহত অবস্থায় ইশরাককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে আহত ছাত্রলীগ কর্মী তাহমিদুল হক ইশরাক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রুদ্র নিল সিংহসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করে মামলা করেছেন।

বহিষ্কৃতরা হলেন- সাফায়েত সাইমুম, নিলান খালেক পারাবার, আব্দুল্লাহ ইবনে জয়নাল, শাহরিয়ার ফেরদৌস ওশান, শাহনেওয়াজ পারভেজ শুভ, তৈয়ব ইযাসির নিলয়, জুনায়েত হক সরকার, জুবাইদুর হোসেন নাঈম, মো. সাব্বির হোসেন, মো. আদনান ইসলাম (শামস), তাহমিদুল হক ইশরাক, মিনহাজুর রহমান আবরার, ফজলে রাব্বি, সাদিক বিন ফারুক, আবির হাসান, মো. আবু বক্কর সিদ্দিক, অমিত কুমার ঘোস, অরিত্র দেবনাথ পৃথ, মেফতাউল মাহমুদ, সুদীপ্ত তালুকদার ও মিজানুর রহমান (মুহাসিন)।

আহত ও সাধারণ শিক্ষার্থীরা জানান, খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান দলীয় মনোনয়ন না পাওয়ায় গত ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল ছাত্রলীগের বেশকিছু নেতাকর্মী আনন্দ মিছিল করেছিল। একইসঙ্গে তারা আসনটিতে নৌকার মনোনয়ন পাওয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনকে স্বাগত জানায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রুদ্র নীল সিংহ ওই ছাত্রদের হল থেকে বের করে দেন। তখন থেকে আসনটির নতুন সংসদ সদস্য এসএম কামাল হোসেনের অনুসারীরা হলের বাইরে ছিলেন। এরই মধ্যে তাদের পরীক্ষা শুরু হয়। রোববার রাতে তারা হলে প্রবেশ করতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগর সভাপতি অনুসারীরা বহিরাগতদের নিয়ে তাদের বাধা দেন। এ সময় প্রথমে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি এবং পরে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে চারজন আহত হন।

এ বিষয়ে কুয়েটের উপাচার্য ড. মিহির রঞ্জন হালদার বলেন, বিষয়টি খতিয়ে দেখতে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। মামলার বিষয়ে কিছু জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিলের শুনানির দিন ধার্য

ধর্ষণের বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

বার্সার বেঞ্চের ম্যাজিকে লা লিগার শীর্ষে ফ্লিকের দল

কালবেলার সাংবাদিকের ওপর হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

গবেষণা / জুলাই বিপ্লবোত্তর মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

হাসিনাকে আশ্রয় দিয়ে হিন্দুস্তান ক্ষমার অযোগ্য অপরাধ করেছে : গিয়াস উদ্দিন

ভারতে সুড়ঙ্গে আটকেপড়াদের জীবন অনিশ্চিত

চোখে লাল কাপড় বেঁধে ঢাকার পথে কুয়েটের ৮০ শিক্ষার্থী

ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের ওপর চাপ সৃষ্টির আহ্বান জার্মানির

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, বরের ভাই নিহত

১০

রূপায়ণ গ্রুপে নিয়োগ, নারী-পুরুষ উভয়েই আবেদন করুন

১১

ঝালকাঠি সরকারি মহিলা কলেজ ছাত্রদলের কমিটি গঠন

১২

মুক্তি পেয়েছে মাতৃভাষার গান ‘মা’

১৩

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

১৪

বাকৃবিতে অস্ত্রসহ আটক ৫

১৫

আকর্ষণীয় বেতনে ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা 

১৬

আজহারির মাহফিলে চুরির হিড়িক, ৮ নারী আটক 

১৭

মদিনাতুল উলুম আমিনিয়া মাদ্রাসার সপ্তম বার্ষিক খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত

১৮

ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণা, গ্রেপ্তার ১

১৯

ছয় জিম্মি পেয়েও ফিলিস্তিনিদের ছাড়লেন না নেতানিয়াহু

২০
X