ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুটবল ও ক্রিকেট খেলা নিয়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান এ তথ্য জানিয়েছেন।
তদন্ত কমিটিতে চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এএইচএম আক্তারুল ইসলামকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর ও আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।
পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির অন্যরা হলেন শেখ রাসেল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সাদ্দাম হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান ও খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী।
কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে ঘটনার কারণ অনুসন্ধান করে ভবিষ্যৎ করণীয় বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ২১ নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ফুটবল ও ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়।
মন্তব্য করুন