রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবির) গণিত বিভাগের সহকারী অধ্যাপক মশিয়ার রহমান (মশিউর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর উপজেলা) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র নিয়ে জমা দিয়েছেন।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যলয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
সহকারী অধ্যাপক মশিয়ার রহমান বাংলাদেশ আওয়ামী লীগ কৃষি ও সমবায় উপকমিটির সদস্য, নীলফামারী জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদ বেরোবি শাখার সাধারণ সম্পাদক হিসেব দায়িত্ব পালন করছেন।
ছাত্র অবস্থায় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়া শেষে মশিয়ার রহমান বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তির বিষয়ে আমি শতভাগ আশাবাদী। কারণ ছাত্রজীবন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি করেছি, সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। দুঃসময়ে রাজনীতি করেছি। নির্যাতিত হয়েছি।’
তিনি বলেন, ‘বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছি। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে সবসময় শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছি। ছাত্রজীবন থেকে নীলফামারীর স্থানীয় রাজনীতিতে ভালোভাবে সম্পৃক্ত থেকে আওয়ামী লীগ-ছাত্রলীগকে গতিশীল করার জন্য ভূমিকা রেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নীলফামারী-২ আসনে দলীয় মনোনয়ন দিলে নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুকন্যার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার পূরণ করবো। সবার আগে নীলফামারী হবে স্মার্ট নীলফামারী।
মন্তব্য করুন