মরণব্যাধি নিরাময় তহবিল (এফডিআরএফ) থেকে চিকিৎসার জন্য বরাদ্দ না পাওয়ায় অসুস্থ দুই শিক্ষার্থীসহ অনশনে বসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫ শিক্ষার্থী। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে প্রশাসন ভবনের সামনে অনশনে বসেন তারা। পরে তারা ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল চত্বরে অবস্থান নেন।
অনশনরত শিক্ষার্থীরা জানান, চিকিৎসার জন্য এফডিআরএফের টাকা নেওয়ার আবেদন করেন মরণব্যাধিতে আক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী। কিন্তু নীতিমালার দোহাই দিয়ে টাকা দেয়নি কর্তৃপক্ষ। এ অবস্থায় অর্থাভাবে তারা চিকিৎসা করাতে পারছেন না। সাধারণ শিক্ষার্থীদের টাকায় এ তহবিল গঠন করা হলেও আমরা প্রয়োজনের সময় টাকা পাচ্ছি না। এ সময় টাকা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
জানা যায়, ২০১৭ সালে মরণব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থীদের সহায়তার উদ্দেশ্যে গঠন করা হয় মরণব্যাধি নিরাময় তহবিল (এফডিআরএফ)। ওই বছরের ১৭ মে সিন্ডিকেটের ২৩৪তম সভায় এই তহবিলের অনুমোদন দেওয়া হয়। এরপর থেকে প্রতি বছর তহবিলে ২০০ টাকা দিয়ে আসছেন শিক্ষার্থীরা। তবে অব্যবস্থাপনার কারণে তহবিলে জমা হওয়া অর্থের কোনো সঠিক হিসাব মিলছে না।
এ বিষয়ে এফডিআরএফের অর্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘মরণব্যাধি তহবিলের নীতিমালা সংক্রান্ত বেশকিছু জটিলতা রয়েছে। এ জন্য নীতিমালা সংশোধনের জন্য উপাচার্য একটা কমিটি করে দিয়েছেন। আশা করি, খুব দ্রুতই বিষয়টির সমাধান হয়ে যাবে।’
অর্থ বরাদ্দ কমিটির আহ্বায়ক ও উপউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘বর্তমানে যে নীতিমালা আছে সেটা অনেক বেশি দুর্বোধ্য। এটা সংশোধনের মাধ্যমে বিষয়টি সহজ করা জরুরি। নীতিমালাটা সহজ হলে আমরা খুব সহজেই তাদের টাকাটা দিতে পারব।’
মন্তব্য করুন