রাজধানীর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগের বিষয়টি সত্য প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ওয়াসেল বিন সাদাতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলে তদন্ত করতে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
গতকাল বুধবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সিন্ডিকেট সভায় উপস্থিত একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র জানায়, গত আগস্টে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ঢাবির ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ওয়াসেল বিন সাদাতের কক্ষে থিসিস জমা দিতে এসে যৌন হয়রানির শিকার হন। পরে ওই নারী বিশ্ববিদ্যালয়ে অভিযোগ দায়ের করেন।
অভিযোগপত্রে তিনি বলেন, অধ্যাপক ওয়াসেল তার থিসিস সুপারভাইজার। গত ১৫ আগস্ট থিসিসের বিষয়ে দেখা করতে এলে তিনি অত্যন্ত অমার্জিত আচরণ করতে শুরু করেন। পরে শিক্ষক মৌখিক ও শারীরিকভাবে হ্যারাস (হয়রানি) করেন। ওইদিন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় পুরো ভবন খালি ছিল।
মন্তব্য করুন