চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:২১ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
চবিতে সাংবাদিককে মারধর

‘আর নিউজ করিস, তারপর দেখব তোরে কে বাঁচাতে আসে’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোশাররফ শাহ নামের এক সাংবাদিককে মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা। রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদের সামনে তাকে মারধর করা হয়। মোশাররফ দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত।

ভুক্তভোগী মোশাররফ কালবেলাকে বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে আমি উপাচার্যের কার্যালয়ে যাচ্ছিলাম ছাত্রলীগের সংঘর্ষ, ভাঙচুর, প্রধান প্রকৌশলীকে মারধরসহ বক্তব্য নেওয়ার জন্য। এ সময় দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদের সামনে ১৫ থেকে ২০ জন ছাত্রলীগের কর্মী আমাকে প্রথমে পেছন থেকে ধাক্কা দেন। এরপর ছাত্রলীগ নিয়ে কেন প্রতিবেদন করেছি, তা জানতে চান। কয়েকজন আমার কপালে, মুখে কিল-ঘুষি দেন, বুকে লাথি দেন, হাতেও আঘাত করেন।’

তিনি আরও বলেন, ‘মারধরের সময় তারা আমাকে পরবর্তীতে ছাত্রলীগ নিয়ে আর কোনো প্রতিবেদন না ছাপানোর হুমকি দেন। তারা বলেন, ‘‘আর নিউজ করিস, তারপর দেখব তোরে কে বাঁচাতে আসে। ছাত্রলীগকে নিয়ে কোনো নিউজ হবে না।’’ শাখা ছাত্রলীগ সভাপতি রুবেলের অনুসারী সিএফসির কর্মীরা আমাকে মারধর করেছে। তাদের চেহারা আমার পরিচিত কিন্তু নাম জানা নেই। শনাক্ত করার চেষ্টা করছি।’

আহত অবস্থায় মোশাররফকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুক ও হাতে আঘাত থাকার কারণে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা মো. আবু তৈয়ব কালবেলাকে বলেন, ‘মোশাররফের কপালে চারটি সেলাই দিতে হয়েছে। তার হাতেও আঘাত আছে। এক্স-রে করাতে হবে। এ ছাড়া উন্নত চিকিৎসা জন্য চমেকে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল কালবেলাকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি মাত্র জানলাম। আমি দেখতেছি। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’

এ ঘটনায় বিস্তারিত জানতে প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদারকে দুপুর সাড়ে ১২টার দিকে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

হবিগঞ্জে যুবলীগ নেতা মন্টু গ্রেপ্তার

নরসিংদীতে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

বিএনপি নেতাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর

২৫ ঘণ্টা পর ৬৮ জেলে উদ্ধার

ডিটেনশন আইনে কারাগারে মডেল মেঘনা আলম

মানিকগঞ্জে ‘সিঙ্গেল ইউজড প্লাস্টিক ও শব্দদূষণ’ বিষয়ক কর্মশালা

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ দেশের অর্থনীতিতে মাইলফলক : জামায়াত

কিডনির পাথর অপসারণ বিষয়ে ডা. রফিকের আধুনিক চিকিৎসার প্রেজেন্টেশন উপস্থাপন

মডেল মেঘনা আলমকে ‘দরজা ভেঙে’ কারা নিয়ে গেল

১০

বিনিয়োগ সম্মেলনে স্বাস্থ্য, প্রযুক্তি ও পানিসম্পদ খাতে ৫ সমঝোতা স্মারক সই

১১

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা, ১১ আসামির জামিন খারিজ

১২

ফেনীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১৩

চুরির পর ইমামের মোবাইল ফিরিয়ে দিল চোর

১৪

ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে খুলনায় বিএনপির র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

১৫

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছাচ্ছে

১৬

সাঁতার-অ্যাথলেটিকসে বিদেশি কোচের প্রত্যাশা

১৭

সিলেটে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিন মামলায় আসামি ১৮০০

১৮

‘উন্নয়ন কাজে কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না’

১৯

কৃষক দল মাগুরা জেলা শাখার সভাপতি হলেন রুবাইয়াত

২০
X