এ বছর কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ভাইস চ্যান্সেলর ও ডিনস অ্যাওয়ার্ড পেলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের মোট ৫০ জন শিক্ষার্থী।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সাইন্স অনুষদের সম্মেলন কক্ষে ভাইস চ্যান্সেলর ও ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ৬টি অনুষদের ১৭ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর ও ৩৩ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খানের সভাপতিত্বে এবং ড. পার্থ প্রতীম বর্মন ও সুমাইয়া রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দীন ভুঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) অধ্যাপক ড. মো. আতিকুজ্জামান, প্রক্টর ড. মো. মনিরুল ইসলাম, বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থীরা ও অভিভাবকরা।
উপাচার্য অধ্যাপক ডা. জামাল উদ্দীন ভুঞা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ভালো রেজাল্ট একমাত্র প্যারামিটার না, সত্যবান, নীতিবান, মানবিক, দেশপ্রেমিক হয়ে প্রত্যেক শিক্ষার্থীকে গড়ে উঠতে হবে। এ ছাড়াও তিনি মাদকদ্রব্য ও র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ও আগামী বছর থেকে ডোপ টেস্ট পদ্ধতি চালু করার ঘোষণা দেন। অ্যাওয়ার্ডপ্রাপ্ত সকলকে অভিনন্দন জানিয়ে বৃত্তির পরিমাণ বৃদ্ধি এবং শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে সিকৃবিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।
ডিন কাউন্সিলর আহ্বায়ক ড. মো. মেহেদী হাসান খান বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। এ ছাড়াও তিনি উপাচার্য, ডিন, পরীক্ষা নিয়ন্ত্রণ শাখা, রেজিস্ট্রার শাখা, শিক্ষা শাখা ও অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন- ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের মতিয়া খান মৌটুসী, ফাতিমা মার্জিয়া আনিকা ও রকিবুল হাসান।
কৃষি অনুষদের তায়্যেবাহ তাহসিন রূপন্তি, সেবিকা দে, নাজরা তান নাঈম সালওয়া ও সানজিদা জামান। মৎস্যবিজ্ঞান অনুষদের ফাহমিদা নওশিন সুমি, রিদিমা আহমেদ রিয়া, মো. আহমেদ হোসেন ও সাথী দেব নাথ গোপা।
কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের লুসাইবা লামিয়া, সুমাইয়া আক্তার, মাইনুল হাসান, তারিন তাবাসসুম এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ার অনুষদের ফারিয়া হুমায়রা রাফা ও মোছা. ফাতেমা সুলতানা তন্নি।
ডিন অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের জান্নাতুল ফেরদৌস রিতা, জয় দেব নাথ, সানজিদা আক্তার শ্রাবন্তী, নির্জন সরকার, মো. তানভীর রহমান ও মারজিয়া আক্তার।
কৃষি অনুষদের সাদিয়া জাহান বর্না, রাহনুমা নুরাইন তাহসিন, তাসমিয়া আমেনা, ইরফাত জাহান অনন্যা, সানিয়া আফরিন স্বর্ণা, সামসাদ শারমীন, সুলতানা রাজিয়া তমা ও জেসিয়া সুলতানা।
মৎস্য বিজ্ঞান অনুষদের মো. আশিকুর রহমান, মোহসিনুল রাইয়ান, নাফিয়া তাসনিম তৃপ্তি, শাহজাবিন বিনতে মালেক হেনা, তাসনিম নূর নিশাত, তন্ময় কুমার সাহা, মো. শাকিল খান, দীপঙ্কর অধিকারী।
কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের বর্ষা দে, মো. গাউসুল ইসলাম তানভীর। কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সুমাইয়া আক্তার, জাকিয়া আলম, মারজান আক্তার ফারদুন, মো. তাসনিমুল হক নিশাত, নারগিস আক্তার এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের নওশিন ই আরা নিসা, মিতানূর ববি, সাকলায়ীন মাহফুজ, নুসরাত জাহান।
মন্তব্য করুন