কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৮ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৩ এএম
অনলাইন সংস্করণ

বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ

বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ও ছাত্রলীগের লোগো। ছবি : কালবেলা
বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ও ছাত্রলীগের লোগো। ছবি : কালবেলা

সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ছাত্রলীগের সমাবেশ থেকে ফেরার পর ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগ। শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে ৮ জনের আহতের খবর পাওয়া গেছে।

বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিন বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র সমাবেশ থেকে ফেরার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সভাপতি সেলিনা আক্তার ও তার অনুসারীদের সাথে সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমনের অনুসারীদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

সভাপতির উপস্থিতিতে তার অনুসারীরা হামলা করেছে অভিযোগ করে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুন বলেন, ‘সভাপতির অনুসারীদের হামলায় আমার ৮ জন অনুসারী আহত হয়েছে।’

অন্যদিকে, সভাপতি সেলিনা এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি ঘটনার সময় রুমে ছিলাম। চিৎকার-চেচামেচি শুনে বাইরে আসি। এরপর ঘটনাস্থলে গিয়ে ঝামেলা মিটিয়ে দেই। তখন সাধারণ সম্পাদক সেখানে ছিলেন না।’

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ নিয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন ছাত্রলীগ কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা জানায়, ছাত্রলীগের কর্মসূচি থেকে সন্ধ্যায় ক্যাম্পাসে ফিরলে গেটে আগে-পরে প্রবেশ নিয়ে কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ সময় উত্তেজনা তৈরি হয়। পরে তা সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষ চলাকালে এক পর্যায়ে সেলিনা সেখানে উপস্থিত হন। সে সময় সাইমুন সেখানে উপস্থিত ছিলেন না।

বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

উল্লেখ্য, সভাপতি সেলিনা হোসেন সরকারি বদরুন্নেসা কলেজের পুরাতন হলে থাকেন এবং সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমন কলেজের নতুন হলে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানির ব্যবস্থাপনায় পাশে থাকবে মোদি জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী

চুক্তিভিত্তিক নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন

চাঁদ জয়ের প্রস্তুতি নিতে শিশুদের আহ্বান প্রধানমন্ত্রীর

৬ষ্ঠ দিনেও আন্দোলনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

টিউলিপ কী মন্ত্রী হচ্ছেন?

বন্যা নিয়ে দুঃসংবাদ দুর্যোগ প্রতিমন্ত্রীর

জিম্মিদের মুক্তিতে মার্কিন প্রস্তাবে সম্মত ফিলিস্তিনিরা

নিজ এলাকায় চিকিৎসা নিতে এমপিদের অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় হবে শিবচরে : আইনমন্ত্রী

তাঁতীবাজার সড়ক অবরোধ / গান-কবিতায় বেগবান হচ্ছে জবি শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন

১০

প্রথম কার্য দিবসে কী করবেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী?

১১

এসিআইয়ে অভিজ্ঞতা ছাড়া চাকরি, আছে বিদেশ ভ্রমণের সুবিধা

১২

বাবাকে খুঁজে পেতে নড়াইলের তরুণী পাবনায়

১৩

এবার বেনজীরের ডুপ্লেক্স বাড়ি জব্দ

১৪

লিপি মনোয়ারকে বাংলাদেশ লেখিকা সংঘের স্বর্ণপদক প্রদান

১৫

নৌকাডুবে প্রাণ গেল দুই বন্ধুর

১৬

১৩০০ বছর আগের ঐতিহাসিক ‘জাদুর’ তলোয়ার উধাও!

১৭

সুপার স্পেশালাইজডের বিদ্যমান আইনে নতুন সংযোজন প্রয়োজন : বিএসএমএমইউ উপাচার্য

১৮

ছাত্রলীগের বাধা উপেক্ষা করে ঢাবিতে কোটাবিরোধী বিক্ষোভ শুরু

১৯

এশিয়া কাপের আম্পায়ারিং প্যানেলে জেসি

২০
X