ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাক্ষাৎকার দিতে আসা নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাংশ। শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে তাদের বরণ করে নেওয়া হয়।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে শিক্ষার্থীদের মাঝে কলম, পানি, বিস্কুট ও স্যালাইন দেওয়া হয়।
শাওন কালবেলাকে বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করার চেষ্টা করেছে, অনেকে সংগঠনের ব্যানারে, অনেকে ব্যক্তি উদ্যোগে। কিন্তু এত বছর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করে যার কারণে নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সিনিয়রদের কাছে আসতে ভয় পেত। আমরা তাদের ভয় থেকে বের করে তাদের কাছে যেতে চাই, তাদের ভাই হিসেবে সহযোগিতামূলক একটা পরিবেশ গড়ে তুলতে চাই।
তিনি বলেন, শিক্ষার্থীদের কাছেও আমরা পরামর্শ চাচ্ছি, তারা কেমন পরিবেশ চান, আমরা সবাই মিলেই সুন্দর ক্যাম্পাস গড়ব ইনশাআল্লাহ।
মন্তব্য করুন