ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাকিম চত্বর ও মিলন চত্বরের ময়লা-আবর্জনা অপসারণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একাংশ। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ক্যাম্পাস বিনির্মাণের অংশ হিসেবে শনিবার (২৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেছেন তারা।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান, রাকিব হোসেন এবং সদস্য সাব্বির আহম্মেদ, ইদ্রিস আলী মুরাদ, সায়মনসহ হল ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ বিষয়ে মো. তরিকুল ইসলাম তারিক কালবেলাকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বোধ থেকে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করেছি। তারেক রহমানের অভিপ্রায় দেশের প্রত্যেকটি ক্যাম্পাস হবে শিক্ষার্থীবান্ধব, পরিচ্ছন্ন এবং বিজ্ঞানমুখী। সেই আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর এবং মিলন চত্বরে দীর্ঘদিনের জমানো ময়লা-আবর্জনা পরিষ্কার করে দৃষ্টিনন্দন করার চেষ্টা করেছি। পাশাপাশি যাতে শিক্ষার্থীরা যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে এজন্য ডাস্টবিন স্থাপন করেছি। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে টানিয়েছি সচেতনতামূলক নানা স্লোগান।
মন্তব্য করুন