জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ক্যাম্পাসে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা প্রহরী বৃদ্ধি এবং টোকেন সিস্টেমের মাধ্যমে নির্ধারিত স্থানে শিক্ষার্থীদের সাইকেল রাখার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর।
শনিবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ারুস সালাম এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ক্যাম্পাসে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা প্রহরী বৃদ্ধি এবং টোকেন সিস্টেমের মাধ্যমে নির্ধারিত স্থানে শিক্ষার্থীদের সাইকেল রাখার ব্যবস্থা করা হবে।
এতে আরও জানানো হয়, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া চুরির কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে। এসব ঘটনায় কিছু শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সবাইকে আরও সতর্ক, সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে।
মন্তব্য করুন