রাজনৈতিক ছাত্র সংগঠনের নামে রাজধানীর নিউমার্কেট এলাকায় সব চাঁদাবাজদের রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্র অধিকার পরিষদ। সম্প্রতি ছাত্রদল নেতা পরিচয়ে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ এপ্রিল) এর প্রতিবাদ জানিয়ে মিরপুর সড়কে আয়োজিত প্রতিবাদ মিছিলে এ ঘোষণা দেয় ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখা।
মিছিল শেষে আয়োজিত বিক্ষোভে চাঁদাবাজদের হুঁশিয়ার করে ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নোমান আলম মুন বলেন, ছাত্র অধিকার পরিষদ সবসময় শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলে। যেখানেই অন্যায় এবং অনিয়ম হয় সেখানেই ছাত্র অধিকার পরিষদ প্রতিবাদ করে। ছাত্র সংগঠনের নামে কেউ যদি চাঁদাবাজি করে, ছাত্রসমাজকে নিয়ে তাদের প্রতিহত করা হবে।
ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা বলেন, সায়েন্সল্যাব, নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায় অবৈধ ফুটপাত ঘিরে চাঁদাবাজ চক্র সক্রিয় হয়ে উঠেছে। যে পরিচয়েই এসব চাঁদাবাজ আসুক না কেনো তাদের রুখে দিতে দোকানীদের সঙ্গে ছাত্র অধিকার পরিষদ রয়েছে।
প্রতিবাদ মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি নাহিদ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারান, সহ-সাংগঠনিক ইয়াছিন আরাফাত, সহ-সভাপতি আনসারি, রায়হান, সাগরসহ ঢাকা কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদেরর অন্যান্য নেতারা।
মন্তব্য করুন