পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে শাস্তির মুখে পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজধানীর সাত কলেজের ৮৪ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের একাধিক সূত্র কালবেলাকে এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, গত মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের (ডিবি) বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনের জন্য রাজধানীর সাত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৮৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র আরও জানায়, শাস্তি পেতে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে পাঁচ জনের মিড টার্ম পরীক্ষা বাতিলের সুপারিশ করেছে শৃঙ্খলা পরিষদ।
এদিকে প্রতারণার দায়ে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস শ্রাবণীর বিষয়ে গঠিত সত্যানুসন্ধান কমিটি ডিবিতে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। তদন্ত রিপোর্ট ডিবির সাব কমিটিতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন