খুবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে খুবিতে ক্লাস বর্জন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবি ও চলমান আমরণ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) সব ক্লাস বর্জন ও ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। তবে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের (২৪ ব্যাচের) পূর্বনির্ধারিত পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।

এ দিকে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে, যা জিরো পয়েন্টে গিয়ে ব্লকেড কর্মসূচিতে রূপ নেবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, কুয়েটের শিক্ষার্থীদের আন্দোলন কেবল একটি প্রতিষ্ঠানের নয় সেটি দেশের উচ্চশিক্ষা-পর্যায়ের নিরাপত্তা, স্বচ্ছতা ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার বৃহত্তর দাবির অংশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমরা কুয়েট শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের সঙ্গে একমত। তারা নিরাপদ ও সম্মানজনক পরিবেশে পড়াশোনার যে দাবি জানিয়েছে, সেটি শুধু তাদের নয় সারা দেশের শিক্ষার্থীদেরই দাবি। শিক্ষাঙ্গনে হয়রানি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কুয়েটের শিক্ষার্থীরা যে অবস্থান নিয়েছে, সেটি সাহসিকতার উদাহরণ। আমরা তাদের পাশে থেকে সঠিক দাবিগুলো আদায়ে সহযোদ্ধা হতে চাই।

উল্লেখ্য, ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৯তম (জরুরি) সভায় সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেয়। পরদিন সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়।

এদিকে, কুয়েটের ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সংঘটিত ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মোট ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এ বিষয়ে পরবর্তীতে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটি এ তদন্ত প্রতিবেদন পূর্ণাঙ্গ পর্যালোচনার মাধ্যমে শাস্তি বিষয়ক সিদ্ধান্ত নেবে বলে জানায় কুয়েট প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশীয় মাছের সংকট, বাজার দখল করছে সামুদ্রিক মাছ

আইরিশ হার্ড হিটার ব্যাটারকে দলে নিল চট্টগ্রাম

‘গার্লফ্রেন্ড’ নিয়োগের বিজ্ঞাপন, নেটদুনিয়ায় তোলপাড়

৩ দাবিতে সচিবালয়ে ডাকসু ভিপির নেতৃত্বে প্রতিনিধিদল

অস্ট্রেলিয়ায় হামলার আগে মাকে যা বলেছিলেন হামলাকারী

এনসিপির নেতা তামিমের বাবা নিখোঁজ

হাদির ওপর হামলাকারীদের ভারতে পালানো নিয়ে যা বলছে বিজিবি

মহিষ চুরি করে পালানোর সময় গ্রেপ্তার ৩

সঙ্গীর বাবা-মায়ের মন জয় করবেন যেভাবে

সিঙ্গাপুরে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

১০

বধূ বেশে সাদিয়া

১১

চবিতে প্রশাসনিক ভবনে তালা

১২

কুষ্টিয়ায় রেলপথ অবরোধ

১৩

বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলল ডিএমপি 

১৪

সুখ খুঁজছেন অক্ষয় কুমার

১৫

ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে

১৬

কলকাতায় নিরাপত্তা নিয়ে ‘গুরুতর হুমকি’ অনুভব করেন মেসি

১৭

অতিরিক্ত স্ক্রিন টাইম নীরব ক্ষতি করছে আপনার চোখ ও মস্তিষ্কের

১৮

জীবনহানির শঙ্কায় স্বতন্ত্র প্রার্থী দোলনের জিডি

১৯

গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপি ছিল অগ্রভাগে : সাঈদ আহমেদ

২০
X