চবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:০৯ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

অনশনে অনড় চবি চারুকলার ৯ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলাকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে অনশনে অনড় ৯ শিক্ষার্থী। ছবি : কালবেলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলাকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে অনশনে অনড় ৯ শিক্ষার্থী। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলাকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে অনশনে অনড় ৯ শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কাঁথা-বালিশ বিছিয়ে অনশন করছেন। সোমবার বিকাল ৩টা থেকে অনশন শুরু হয়েছে, যা এখনো চলমান রয়েছে। ৯ শিক্ষার্থীর মধ্যে পাঁচ ছেলে ও চার মেয়ে।

অনশনরত শিক্ষার্থীরা হলেন- চারুকলা ইন্সটিটিউটের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. শাহরিয়ার হাসান সোহেল, ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী খন্দকার মাসরুল আল ফাহিম, ২০১৯-২০ সেশনের নূর ইকবাল সানি, ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ইসরাত জাহান ইয়ামিন, একই সেশনের শিক্ষার্থী মালিহা চৌধুরী, ইসরাত জাহান, নুসরাত জাহান ইপা, ২০২৩-২৪ সেশনের তরিকুল ইসলাম মাহী ও একই সেশনের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম মিনহাজ।

শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ ও কয়েকটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও সংহতি প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এপ্রিলের আগেই মূল ক্যাম্পাসে স্থানান্তরের ঘোষণা দিলেও এখনো বাস্তবায়ন করতে পারেনি।

অনশনরত শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, আমরা সোমবার দুপুর থেকে অনশন করছি। এর আগে আমরা দীর্ঘদিন ক্যাম্পাসে ফেরার আন্দোলন করেছি। প্রশাসন আমাদের আশ্বাস দিলেও চারুকলা ক্যাম্পাসের আলোর মুখ দেখছে না। এখানে আমাদের চারুকলার যেসব শিক্ষক রয়েছেন, তারাই মূলত বাধা প্রদান করছেন। তারা সহযোগিতা না করায় আমরা ক্যাম্পাসে ফিরতে পারছি না। দ্রুত সময়ের মধ্যে চারুকলাকে ক্যাম্পাসে দেখতে চাই। আমরা এভাবে শুধু আন্দোলনই করে যাব?

আরেক শিক্ষার্থী মাসকুল ফাহিম বলেন, প্রশাসনের অনেকেই আমাদের বুঝানোর চেষ্টা করছেন। আমাদের দাবি হলো, একটা যৌক্তিক সমাধানের মাধ্যমে চারুকলা ইন্সটিটিউটকে যেন বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়। এখনো কেন এই কাজে বিলম্ব হচ্ছে, এটা আমাদের প্রশ্ন। আমরা এত সময় ধরে অনশনরত অবস্থায় আছি। কিন্তু চারুকলা ইন্সটিটিউট নিয়ে প্রশাসনের কাছ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখছি না।

এদিকে চারুকলা ইনস্টিটিউটকে ক্যাম্পাসে ফেরানো দাবির প্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভাটি হয়।

উল্লেখ্য, আবাসন সংকট, জীবনযাত্রার অত্যধিক খরচ, চারুকলার ভবনগুলোর বেহাল দশাসহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত থাকার কারণে দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে ফিরতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে আন্দোলনের পর প্রশাসন ১ এপ্রিল থেকে ক্যাম্পাসে ক্লাস করার আশ্বাস দিলেও তা কার্যকর না হওয়ায় অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

হামলার দিনই কাশ্মীর ইস্যুতে এরদোয়ানের সমর্থন, শাহবাজের ধন্যবাদ

বাংলাদেশে বিপি-মেঘনা পেট্রোলিয়াম অংশীদারত্বের ৪০ বছর উদযাপন

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে দেওয়া শোকবার্তা সরিয়ে নিল ইসরায়েল

বাবার মরদেহ ঘরে রেখে পরীক্ষার হলে খাইরুল

কুয়েটে দোষীদের শাস্তির দাবি ছাত্রদলের 

কাশ্মীরে গিয়ে হুংকার দিলেন অমিত শাহ

নিজে বাঁচতে যাত্রীদের খালে ফেলে দিলেন অটোচালক

অভিনেত্রী শাওন-হারুনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাবার সঙ্গে নিজ গ্রামে গাইবেন হাবিব

১০

কাশ্মীর হামলার পর পাকিস্তান সেনাপ্রধানের পুরোনো বক্তব্য ফের ভাইরাল

১১

‘হাসিনারে নামাইতে পোলারে হারাইছি’

১২

লা লিগায় খেলতে চান রোমেরো

১৩

সাবেক মেয়র আতিক নির্বাচনে অংশ নিলে বিজয়ী হবেন : আইনজীবী 

১৪

বন্ধ হলো ঝালকাঠির সেই হাউন আঙ্কেলের ভাতের হোটেল

১৫

আ.লীগের দোসররা ঘাপটি মেরে আছে : রিজভী

১৬

তিনটায় শাহবাগ ব্লকেড 

১৭

তিন বিভাগে তাপপ্রবাহ 

১৮

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার বিচার শুরু

১৯

রিয়াল মাদ্রিদের আগ্রহ নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন মিডফিল্ডার

২০
X