জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্পেইন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) এ ক্যাম্পেইনের আয়োজন করে বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট ও বায়োটেড (BioTED)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, সাধারণত কোনো পরিবারের সদস্য থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলে তা সমগ্র পরিবারের জন্য গভীর দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। এ কারণে শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম যত বেশি সম্প্রসারিত করা যাবে, ততই সামগ্রিকভাবে এর ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে থ্যালাসেমিয়া থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার উপায় খুঁজে বের করতে হবে।
এছাড়া ক্যাম্পেইনে কি-নোট স্পিকার অংশগ্রহণ করেন বায়োটেডের নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ সওগাতুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, বাঁধন জবি ইউনিটের শিক্ষক উপদেষ্টা ড. মো. আব্দুল মান্নান এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি উম্মে মাবুদা ও সাধারণ সম্পাদক তাসলিমুল হাসান নিশাদ। প্রায় একশ শিক্ষার্থীর থ্যালাসেমিয়া স্ক্রিনিং পরীক্ষা করা হয়েছে।
মন্তব্য করুন