খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে সোমবার (২১ এপ্রিল) বিকাল ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
রোববার (২০ এপ্রিল) দুপুর আড়াইটায় কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার চত্বরে প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থীর সৈকত ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইইএম) বিভাগের উপল এ কর্মসূচির ঘোষণা দেন।
প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, আমাদের দীর্ঘ দুই মাস ধরে চলা ন্যায্য আন্দোলনে একবারও অন্তর্বর্তী সরকার আলোচনা করেনি। হামলা, মামলা ও বহিষ্কারাদশ দেওয়ার পরও এই ভিসিকে অপসারণ করেনি। আমরা ক্লান্ত, আমরা হতাশ ও ব্যর্থ। আমাদের হাতে আর কিছু করার নেই। আমরা সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলাম। এ ভিসিকে অপসারণ না করা হলে এরপর আমরা আমরণ অনশনে বসব। আমাদের আর দেওয়ার কিছু নেই, জীবনটা আছে, এটাই দিয়ে দেব।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ছাত্রদলের নেতাকর্মী ও বহিরাগতরা গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলা চালালেও উপাচার্য নিরাপত্তা দিতে পারেননি। উল্টো ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে ক্যাম্পাসের বাইরের একজন আদালতে মামলা করেছে। এ ছাড়া ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে হামলাকারী নয় বরং আন্দোলনকারী শিক্ষার্থীর সংখ্যা বেশি।
অন্যদিকে শিক্ষকরা বলছেন, আন্দোলন করছে অল্প কিছু শিক্ষার্থী। তারা সব শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে না। এসব না করে তাদের আলোচনায় বসার আহ্বান জানান তারা।
মন্তব্য করুন