কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সহসভাপতি তাওহীদুল ইসলাম দুর্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) রাত দুইটার দিকে থানার ভোগডাঙ্গা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তার দুর্জয় কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা গ্রামের মোতালেব আলীর ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ কালবেলাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার করা এক মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা দুর্জয়কে আটক করা হয়েছে।
বুধবার রাত দুইটার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আমরা আটক করি। পরে গতকাল বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন