জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া নূর মোস্তফার শাহাদাতের স্বীকৃতি ও শহীদ পরিবারকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের দাবিতে মানববন্ধন করেছে ‘স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি’ ও ‘জুলাই রেকর্ডস’।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, এটি খুবই দুর্ভাগ্যজনক, একজন জুলাই শহীদের স্বীকৃতির জন্য আমাদের রাজপথে নামতে হয়েছে। যে জাতি বীরদের স্বীকৃতি দিতে জানে না, সেই জাতি থেকে আর কোনো বীর জন্ম নেয় না। আমরা দেখেছি কিছুদিন পূর্বে শহীদ হওয়া হৃদয় কোনো সরকারি সাহায্য পায়নি। অনেক আহত পরিবার ঋণ করে জুলাই যোদ্ধাদের চিকিৎসা করাচ্ছে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মুসাদ্দিক বলেন, আপনারা জুলাই যোদ্ধাদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করুন এবং অবিলম্বে জুলাইয়ে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন।
‘জুলাই ম্যাসাকার আর্কাইভ’র সদস্য হাসান এনাম বলেন, এটি এই জাতির জন্য লজ্জার যে একজন জুলাই শহীদের স্বীকৃতির জন্য আমাদের রাজপথে নামতে হচ্ছে, মানববন্ধন করতে হচ্ছে, স্মারকলিপি দিতে হচ্ছে। আমরা জেনেছি জুলাইয়ের স্বাস্থ্যবিষয়ক উপকমিটি শহীদ নূর মোস্তফার নাম শহীদদের তালিকা থেকে বাদ দিয়েছে। আমরা তাদের কাছে এর কারণ জানতে চাই। যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে জুলাই শহীদদের স্বীকৃতি দেওয়া হয় না, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে আমরা কী করব!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, আমরা পূর্বেও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে শহীদ নূর মোস্তফার স্বীকৃতির জন্য স্মারকলিপি দিয়েছিলাম। এছাড়াও তার পরিবারকে সম্মানসূচক নাগরিকত্বের দাবি জানিয়েছিলাম। জুলাই শহীদদের এবং আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
প্রসঙ্গত, ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে ৬ আগস্ট শহীদ হন নূর মোস্তফা। তার পরিবারের পূর্ব নিবাস মিয়ানমারে হলেও জন্ম বাংলাদেশে। এমনকি তার বাংলাদেশি জন্মসনদও রয়েছে। কিন্তু এরপরও তাকে রোহিঙ্গা হিসেবে আখ্যায়িত করে জুলাই অভ্যুত্থানের শহীদের স্বীকৃতি দেওয়া হয়নি।
মন্তব্য করুন