ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি শেষে তারা এ ঘোষণা করেন।
এর আগে বুধবার সকাল ১০টার দিকে তেজগাঁও সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে মহাখালী, বনানী, গুলশান, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, আগারগাঁও, মিরপুরসহ বেশ কিছু এলাকায় যানবাহন চলাচল থমকে যায়। ঢাকা পলিটেকনিক ছাড়াও অবরোধে বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন জেলায় সড়ক ও মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। এ ছাড়া রাজশাহীতে রেলপথ অবরোধ করায় ট্রেন চলাচলও বন্ধ ছিল।
কর্মসূচি ঘোষণা দিয়ে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী জানান, বুধবারের মতো সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে, তবে আন্দোলন থেমে নেই। এবার সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা অবরোধের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা।
তিনি বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান, ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে বৈঠকে আমরা একমত হতে পারিনি। তারা লিখিতভাবে আমাদের দাবিগুলো মেনে নেয়নি। তাই আমরা আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করছি। এ সময় তিনি সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীদের এ কর্মসূচি সফল করার আহ্বান জানান।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের রায় বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন এবং মামলার সঙ্গে জড়িতদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা। ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণ বাতিল এবং সেই নিয়োগবিধি সংশোধন। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করে চার বছর মেয়াদি মানসম্মত কারিকুলাম প্রণয়ন এবং পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে কোর্স চালু। উপসহকারী প্রকৌশলী ও সমমান (দশম গ্রেড) পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) ডিগ্রিধারীদের জন্য সংরক্ষণ এবং যেসব প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।
ঢাকা :
বুধবার সকাল ১০টায় তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ-টিএসসিসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে তারা বিভিন্ন স্লোগান দেন। সড়কে শিক্ষার্থীদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই দাবিতে মিরপুর ও মোহাম্মদপুরে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, এর আগে আমাদের দাবি পূরণে আশ্বাস দেওয়া হলেও কাজ করা হয়নি।
চট্টগ্রাম :
ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টার দিকে নগরীর ২ নম্বর গেট মোড়ে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় আশপাশের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’র ব্যানারে এ কর্মসূচিতে নেমেছেন শিক্ষার্থীরা।
টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ :
একই দাবিতে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন। টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, অবরোধের কারণে ব্যস্ত এ মহাসড়কের দুই প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রী ও পরিবহন শ্রমিকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
খুলনায় রেলপথ অবরোধ :
খুলনায় চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ করেন। সকাল ৯টা ১৫ মিনিটে খুলনা রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া রূপসা এক্সপ্রেস ট্রেনটি নগরীর বৈকালি জংশন এলাকায় শিক্ষার্থীরা আটকে দেন। এর ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে।
বরিশালে অবরোধ :
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকশ শিক্ষার্থী আজ বিক্ষোভ করেছেন। তারা বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনের সড়কে অবস্থান নেন। এর ফলে ঢাকা-বরিশাল মহাসড়কসহ ২২টি রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের অনুরোধে শিক্ষার্থীরা পরবর্তীতে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন এবং তাদের বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত করেন। বরিশাল বিমানবন্দর থানার ওসি জাকির হোসেন সিকদার জানান, দুপুর ১২টা থেকে ১২টা ২৫ মিনিট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ছিল।
রাজশাহী :
রাজশাহীর তিনটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। দুপুর ১২টার দিকে নগরের ভদ্রা মোড় এলাকায় তারা অবস্থান নেন। এতে ওই মোড়ের তিন দিকের সড়কে যানজট সৃষ্টি হয়। এ ছাড়া রেললাইন অবরোধের কারণে রাজশাহী থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হলে সড়ক ও রেলপথে চলাচল শুরু হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী পলিটেকনিক, মহিলা পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থী নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হন। পরে তারা নগরের রেলগেট এলাকায় আসেন। এরপর দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে তারা নগরের ভদ্রা মোড় এলাকায় তিন গুরুত্বপূর্ণ রাস্তার মোড় অবরোধ করেন। এ সময় তার পাশে থাকা রেলপথেও অবস্থান নেন।
সিলেট :
সিলেটে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের চণ্ডীপুল এলাকায় সড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১টার দিকে তারা সড়ক থেকে সরে যান। পরে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে বেলা ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সেখান থেকে মিছিল নিয়ে বের হন। পরে সিলেটের চণ্ডীপুল এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের কর্মকর্তারা সড়ক থেকে সরে যাওয়ার জন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তবে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।
ময়মনসিংহ :
একাডেমিক কার্যক্রম বর্জন করে বেলা সাড়ে ১১টায় মাসকান্দা এলাকায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দীঘারকান্দা বাইপাস এলাকায় গিয়ে দুপুর সোয়া ১২টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।
নওগাঁ :
সকাল সাড়ে ১০টা থেকে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় নওগাঁ-বগুড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। নওগাঁ-বগুড়া রুটে চলাচল করা দূরপাল্লার কোচ এবং আন্তঃজেলা রুটে চলাচল করা বাস ও সিএনজিচালিত অটোরিকশা আটকে পড়ে। এ ঘটনায় শহরজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
নওগাঁ পলিটেকনিকের শিক্ষার্থী মোত্তাকিনুল আলম বলেন, তাদের প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি দিয়ে সম্প্রতি হাইকোর্ট রায় দিয়েছেন। এই রায় তারা বাতিল চান। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। ক্রাফট ইন্সট্রাক্টরদের ২০২১ সালে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছিল।
কুমিল্লা :
বেলা ১১টা ৪০ মিনিটে কোটবাড়ী নন্দনপুর এলাকায় এসে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। দুপুর ১টা ৩৫ মিনিট পর্যন্ত অবরোধ চলে। প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়মুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্তত আট কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। তীব্র গরমের মধ্যে শিশু ও নারীরা বেশি কষ্ট পেয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ ঘটনায় সেতুর দুই পাড়ে আটকা পড়ে অনেক যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। প্রায় দুই ঘণ্টা পর দুপুর ১টার দিকে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।
এ ছাড়া একই দাবিতে নরসিংদী, সাভার, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, রংপুর, পাবনা, লক্ষ্মীপুর, রাঙামাটি, যশোর, হবিগঞ্জ, ফেনী, বগুড়া, ভোলাসহ বিভিন্ন জেলায় সড়ক ও রেলপথ অবরোধ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
মন্তব্য করুন