বাংলাদেশ ইউনিভার্সিটির ২৮তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার সোহেল আহসান নিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ ও প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। সমাবর্তন উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনা এবং পরিকল্পনা গ্রহণের পাশাপাশি আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়াও সভায় শিক্ষার মানোন্নয়ন, কারিকুলাম হালনাগাদ, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, গবেষণা কার্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ, পরীক্ষার সময়সূচি নির্ধারণসহ একাডেমিক কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিস্তৃত আলোচনা হয়। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়, যা আগামীতে কার্যকর হবে।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ সাজেদ উল ইসলাম, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহাবুবুল হক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শাখা প্রধান ও একাডেমিক কাউন্সিলের অন্য সম্মানিত সদস্যরা।
সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম উপস্থিত সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন