প্লাস্টিক পণ্যের টেকসই ব্যবহারে পরিবেশ অধিদপ্তর ও ইউএনআইডিও’র যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং পরিবেশগত স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেন পরিবেশ অধিদপ্তরের জাতীয় প্রকল্প পরিচালক ড. আবদুল্লাহ আল মামুন, অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হক, ইউএনআইডিও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. জাকি উজ-জামান, ইউএনআইডিও বাংলাদেশের জাতীয় বিশেষজ্ঞ এস. এম. আরাফাত, এনডিসির মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, অধ্যাপক ড. ইজাজ আহমেদ, প্রাণ-আরএফএল গ্রুপের সাসটেইনেবিলিটি বিভাগের প্রধান সুমাইয়া তাবাসসুম আহমেদ, ডা. এ.এইচ.এম. মোস্তাফা কামাল, অধ্যাপক ড. মো. মফিজুর রহমান ও পরিবেশ অধিদপ্তরের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর কাজী সুমনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান বলেন, আমাদের সকলকে প্লাস্টিক বর্জ্য হ্রাস, পুনঃব্যবহার ও পুনঃপ্রক্রিয়াকরণের মাধ্যমে টেকসই ব্যবস্থাপনার দিকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আমাদের সবাইকে কাজ করতে হবে আমাদের নিজেদের বাঁচানোর জন্য, কারণ এটি সমগ্র সভ্যতার টিকে থাকার প্রশ্ন। তিনি শিক্ষার্থী পরিবেশ কর্মীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মন্তব্য করুন