জবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদা দাবি করে বিএনপিপন্থি চিকিৎসককে ছাত্রদল নেতার মারধরের অভিযোগ

বাঁ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমে (মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতালের সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া) ও চিকিৎসক মোশাররফ হোসেন। ছবি : সংগৃহীত
বাঁ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমে (মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতালের সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া) ও চিকিৎসক মোশাররফ হোসেন। ছবি : সংগৃহীত

অপারেশন থিয়েটার থেকে চিকিৎসককে বের করে কক্ষে আটকে রেখে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে মারধর করার অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের বিরুদ্ধে।

রোববার (১৩ এপ্রিল) রাজধানীর মিডফোর্ট হাসপাতালের সম্মুখে মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতাল এ ঘটনা ঘটে। এ বিষয়ে সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক মোশাররফ হোসেন।

ভুক্তভোগী চিকিৎসক মোশাররফ হোসেন ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালের এনেস্থিসিয়া বিভাগের প্রধান ও বেসরকারি মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতালের মালিক।

অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেছেন, ‘গত ১৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী আমাকে অপারেশন থিয়েটার থেকে জোরপূর্বক বের করে অন্য একটি রুমে আটক করে হিমেল জোরপূর্বক আমার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় তারা আমাকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকে এবং আমার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় তারা আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। যদি তাদের চাঁদা না দেই তাহলে আমার বড় ধরনের ক্ষতিসাধন করবে বলে হুমকি প্রদান করে। অভিযোগ পত্রে হিমেলকে সহযোগিতার দায়ে ডা. মোহাম্মদ হারিছ উদ্দিন, ডা. মো. মাহবুবুর রহমান, ডা. মুর্শিদা পারভীন, ডা. মো. আনোয়ারুল হকের নাম উল্লেখ করা হয়।’

এ ঘটনায় একাধিক সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা গেছে, হিমেলের সঙ্গে জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন, মো. সাইফ, মোজাম্মেল মামুন ডেনি, আহ্বায়ক সদস্য হিমু রহমান, মাহিদ হোসেন, সাদমান সাম্য, রোহান, অনিক লাকড়া, রাজিব, সোহানুর রহমান সানীসহ অনেকেই ছিলেন।

ভুক্তভোগী চিকিৎসক মোশাররফ হোসেন বলেন, আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব ড্যাবের আজীবন সদস্য হিসেবে আছি। গত পরশু আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তার যথাযথ বিচার চাই আমি। একই সঙ্গে ভবিষ্যতে আর কোনো চিকিৎসক যেন আমার মত অপমান ও হেনস্তার শিকার না হয় প্রশাসন ও দলের সর্বোচ্চ নেতাদের কাছে জোর দাবি জানাই।

জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ২০২৫ সালে ১ মার্চ ডা. মোশাররফ ফ্লোরে তালা দেন এবং ৫ মার্চ ভোরে বেআইনিভাবে এ ফ্লোরে থাকা জিনিসপত্র, ডাক্তারি সরঞ্জামসহ সকল কিছু লুট করে ট্রাক ভর্তি করে, ফ্লোর ভাঙচুর করে সকল কিছু নিয়ে যান এবং ফ্লোরে তালা ঝুলিয়ে দেন। এখনও ফ্লোরে তালা দেওয়া আছে। উনি ফ্লোরের মালিক না হয়েও বেআইনিভাবে ফ্লোর দখল করেন এবং মামাসহ সকল মালিকদের মেরে ফেলার হুমকি দেন। আমার মামাসহ সকল চিকিৎসক মালিকপক্ষ আমাকে এসে বিষয়টি অবহিত করেন।

তিনি আরও বলেন, ডা. মোশাররফ সাহেব আমার বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ এনেছে এটা পুরোটা মিথ্যা ও ভিত্তিহীন। আমি মালিক পক্ষসহ তার সঙ্গে দেখা করতে গিয়েছি বিষয়টি মীমাংসা করার জন্য। সিদ্ধান্ত হয়েছিল ল্যান্ডস্কেপ কোম্পানির সঙ্গে কথা বলে আগামী বুধবারের মধ্যে মীমাংসা হবে।

এদিকে গত ৩ মার্চে একই হাসপাতালের তৃতীয় তলায় একটি ফ্লোরের ঘটনাকে কেন্দ্র করে ডা. মোশাররফ হোসেনের বিরুদ্ধে একই থানায় অভিযোগ দায়ের করে ডা. মাহবুবুর রহমান। অভিযোগে উল্লেখ করেন, এ বছরের ৩ মার্চ উক্ত ফ্লোরটি তালাবদ্ধ করে দেন ডা. মোশাররফ হোসেনসহ কয়েকজন। এর দুই দিন পর ৫ মার্চ ফ্লোরটির তালা খুলে ৩টি ডায়ালাইসিস মেশিনসহ অন্যান্য যন্ত্রাংশ নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

এ অভিযোগের বিষয়ে জানতে ডা. মাহবুবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও সম্ভব হয়নি। তবে এটি অসত্য ও ভিত্তিহীন বলে অভিযোগ করছেন ডা. মোশাররফ হোসেন।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ ইয়াসিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান। পরবর্তী একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সম্মেলন পণ্ড

ইরান-যুক্তরাষ্ট্র / এই বাঘ-বন্দি খেলায় জিতবে কে?

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের কাছাকাছি গিয়ে ভিলার স্বপ্নভঙ্গ

ডর্টমুন্ডের কাছে হারের পরও সেমিতে বার্সা

দুই গ্রুপের দ্বন্দ্বে সিলেটে ছাত্রলীগ কর্মী নিহত

হাসপাতালে সেবা বন্ধে জনদুর্ভোগ, পরে কর্মবিরতি প্রত্যাহার

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৪ কোটি টাকা আদায়ের অভিযোগ

কুয়েটে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আহ্বান ছাত্রদলের

ঢাবিতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ নারী দল

১০

‘লন্ডনে তারেক রহমানের বাসায় গেলেন জামায়াত আমির’

১১

‘১৫ বছর দেশের মানুষ কোনো উৎসব পালন করতে পারেনি’

১২

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাল এনসিপি

১৩

চসিক মেয়রের সঙ্গে চট্টগ্রাম মহানগরী জামায়াতের মতবিনিময়

১৪

আগামী অর্থবছরের বাজেট কত হবে, বৈঠকে নির্ধারণ

১৫

পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

১৬

পঞ্চম শিরোপার লক্ষ্য বাংলাদেশের

১৭

ঠাকুরগাঁওয়ে চীনা হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে ৫ দফা কর্মসূচি

১৮

বই দেখে পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

১৯

স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে এনসিপি কর্মীদের ওপর হামলার অভিযোগ

২০
X