রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষ নিয়ন্ত্রণে ইতোমধ্যে সায়েন্স ল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
সংঘাতের সময় সাময়িকভাবে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে ঢাকা কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেন। অন্যদিকে, সায়েন্স ল্যাব মোড় থেকে সিটি কলেজ শিক্ষার্থীদেরও সরিয়ে কলেজে নিয়ে যাওয়া হয়।
এর আগে, আজ বেলা ১১টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে মুখোমুখি অবস্থানে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা।
এ সময় দুই কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইটপাটকেল ছুড়তে দেখা যায়। তবে ঠিক কী কারণে এ সংঘর্ষ বেধেছে তা জানা যায়নি।
সংঘাতের শুরু থেকে সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে জড়ো হতে থাকে। অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে জড়ো হতে থাকে। উভয় কলেজের শিক্ষার্থীরা একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
মন্তব্য করুন