বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
চুয়েট প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় পর্যায়ে ভর্তির ডাক চুয়েটে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে মূল মেধাতালিকা অনুযায়ী ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ১৫০১ থেকে ২৫০০ মেধাক্রম এবং স্থাপত্য বিভাগের ১০১ থেকে ১৫০ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে ভর্তির পর কিছু আসন খালি থাকায় দ্বিতীয় ধাপে শিক্ষার্থীদের ডাকা হয়েছে। দ্বিতীয় ধাপে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ২৩ এপ্রিল (বুধবার) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে নিরীক্ষা কমিটির কাছে উপস্থিত হতে হবে।

পরদিন, ২৪ এপ্রিল উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে বিভাগ বরাদ্দ তালিকা প্রকাশ করা হবে। এ তালিকা সকাল ১০টার মধ্যে চুয়েটের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত হবে।

নিরীক্ষা কমিটির কাছে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে আসন খালি থাকা সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে। যদি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আসনের তুলনায় বেশি হয়, তাহলে মেধাক্রম অনুযায়ী একটি সংরক্ষিত তালিকা তৈরি করা হবে। পরবর্তীতে আসন খালি হলে সে তালিকা থেকে পর্যায়ক্রমে প্রার্থীদের ডাকা হবে।

এছাড়াও ভর্তিচ্ছুদের করণীয় বিষয়ে নির্দেশনাগুলো সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রথম ধাপের ভর্তির পর বিভাগ বরাদ্দ তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট ৯২০টি আসনের বিপরীতে বিভিন্ন বিভাগে ৫৫৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এখনো ৩৬১টি আসন খালি রয়েছে। খালি আসনগুলোর মধ্যে পুরকৌশল বিভাগে ৯০টি, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ৬০টি, ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫৮টি, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৯টি, মেকাট্রনিকস ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৮টি, যন্ত্রকৌশল বিভাগে ১টি এবং পানিসম্পদ কৌশল, পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটারিয়ালস ও ম্যাটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিটিতে ৩০টি করে আসন খালি রয়েছে বলে জানা যায়।

দ্বিতীয় ধাপে ভর্তি সম্পন্ন হওয়ার পর ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরাদ্দকৃত বিভাগ এবং বাকি শূন্য আসনসংখ্যা অনুযায়ী পরবর্তী ধাপের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৭ এপ্রিল ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://admissioncuet.ac.bd) প্রকাশ করা হবে।

ভর্তির যাবতীয় তথ্য ও নির্দেশনা এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আসন খালি থাকা সাপেক্ষে ওরিয়েন্টেশনের দিন পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৪ কোটি টাকা আদায়ের অভিযোগ

কুয়েটে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আহ্বান ছাত্রদলের

ঢাবিতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ নারী দল

‘লন্ডনে তারেক রহমানের বাসায় গেলেন জামায়াত আমির’

‘১৫ বছর দেশের মানুষ কোনো উৎসব পালন করতে পারেনি’

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাল এনসিপি

চসিক মেয়রের সঙ্গে চট্টগ্রাম মহানগরী জামায়াতের মতবিনিময়

আগামী অর্থবছরের বাজেট কত হবে, বৈঠকে নির্ধারণ

পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

১০

পঞ্চম শিরোপার লক্ষ্য বাংলাদেশের

১১

ঠাকুরগাঁওয়ে চীনা হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে ৫ দফা কর্মসূচি

১২

বই দেখে পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

১৩

স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে এনসিপি কর্মীদের ওপর হামলার অভিযোগ

১৪

ফোন না ধরার অভিযোগের বক্তব্য নিতে ফোন করলেও ধরেননি ঢাবি ভিসি

১৫

চীনের যে নির্মাণ তাক লাগাচ্ছে বিশ্বের

১৬

ববিতে ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

১৭

কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচারসমৃদ্ধ স্মার্ট প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে ওয়ালটন

১৮

সুনামগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

১৯

চাঁদা দাবি করে বিএনপিপন্থি চিকিৎসককে ছাত্রদল নেতার মারধরের অভিযোগ

২০
X