আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলে (২০০৯-২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষক নিয়োগ ও পদোন্নতি প্রাপ্তিতে অনিয়ম খতিয়ে দেখতে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, গত ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এই কমিটি গঠন করা হয়। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তাজমেরী এসএ ইসলামকে আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, লোকপ্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. আকা ফিরোজ আহমদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ইকরামুল হক এবং বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দীন আহমেদ।
কমিটি প্রয়োজন মনে করলে বহিঃস্থ/অভ্যন্তরীণ আরও তিন সদস্য তাদের সঙ্গে অন্তর্ভুক্ত করতে পারবে বলে বিধিতে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন