মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২
রাবি প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

রাবির ‘বি’ ইউনিটের পরীক্ষায় ‘সি’ ইউনিটের উত্তরপত্র

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের মাঝে ভুল করে ‘সি’ ইউনিটের উত্তরপত্র (ওএমআর শিট) দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টার পরীক্ষা চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হলে পরীক্ষা শুরুর পূর্বেই উত্তরপত্র পরিবর্তন করে দেওয়া হয়।

জানা গেছে, এবারই প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে দেশের পাঁচটি বিভাগীয় শহরে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনটি ইউনিটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার (১২ এপ্রিল) ব্যবসায় শিক্ষা ও ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী নৈর্ব্যক্তিক পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষা শুরুর পূর্বে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবনের ২০৪ নম্বর কক্ষে প্রায় ১০০ পরীক্ষার্থীকে ‘বি’ ইউনিটের পরিবর্তে বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের উত্তরপত্র প্রদান করা হয়। ভুল উত্তরপত্র দেখে হতভম্ব হয়ে পড়েন ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। পরে তারা বিষয়টি কক্ষে দায়িত্বরত পরীক্ষককে জানালে দ্রুত সেগুলো পরিবর্তন করে দেওয়া হয়।

পরীক্ষা সংশ্লিষ্টরা বলছেন, আজ ‘বি’ ইউনিটের পরীক্ষা ছিল। এখানে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি অবাণিজ্য বিভাগের শিক্ষার্থীরাও পরীক্ষার্থী ছিলেন। তাদের জন্য ছিল আলাদা উত্তরপত্র। যেটাতে লেখা ছিল অবাণিজ্য। কিন্তু যারা উত্তরপত্র সরবরাহের দায়িত্বে ছিলেন তারা ভুলে অবাণিজ্যের পরিবর্তে অবিজ্ঞানের উত্তরপত্র সরবরাহ করেন।

শহীদুল্লাহ্ একাডেমিক ভবনের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক গোলাম আরিফ বলেন, শহীদুল্লাহ্ ভবনের ২০৪ নম্বর কক্ষে ভুলবশত ‘বি’ ইউনিটের ওএমআর শিটের পরিবর্তে ‘সি’ ইউনিটের ওএমআর সরবরাহ করা হয়েছিল। কিন্তু আমরা তা সঙ্গে সঙ্গেই পরিবর্তন করে দিয়েছি। ফলে পরীক্ষার্থীদের বড় কোনো সমস্যায় পড়তে হয়নি।

এ বিষয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক এসএমএম কামরুজ্জামান বলেন, ‘এ ধরনের একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমাদের হাতে থাকা সংরক্ষিত উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে প্রদান করি। পরীক্ষা শুরুর পূর্বেই আমরা এ কাজটি করতে সক্ষম হয়েছি। ফলে কোনো পরীক্ষার্থীকে অসুবিধায় পড়তে হয়নি। এটি মূলত যারা আমাদের পরীক্ষার উত্তরপত্র সরবরাহের দায়িত্বে ছিলেন তাদেরই ভুল।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন কালবেলাকে বলেন, যারা উত্তরপত্র প্রিন্ট করে প্যাকিং করেছেন তাদের ভুলেই ঘটনাটি ঘটেছে। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের ভুল না হয় এ বিষয়ে আমরা খেয়াল রাখব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়াশিংটনে মিউনিখ সিকিউরিটি সম্মেলন, উদ্বোধন হবে অফিস

সয়াবিন তেলের দাম বাড়ল

বাংলাদেশ সফরে আসছে ভারত, প্রকাশিত হলো পূর্ণ সূচি

ছাত্রদল নেতা হত্যায় বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার

কুয়েটের ভিসির পদত্যাগের এক দফা ঘোষণা

২০২৬ সালের মধ্যে বাংলাদেশ-সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হবে 

গাজীপুরে বর্ষবরণ উপলক্ষে বিএনপির আনন্দ শোভাযাত্রা

এশিয়ার গোপন রত্ন : বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিপুল বিনিয়োগের সুযোগ

বই দেখে পরীক্ষা দেওয়ায় ৬ শিক্ষার্থী বহিষ্কার

কুয়েটের ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার, প্রতিবাদে বুয়েটে মানববন্ধন 

১০

চীনা হাসপাতাল ঠাকুরগাঁওয়ে নির্মাণের দাবি গণঅধিকার পরিষদ নেতার

১১

রাজধানীতে ২০ জুলাইযোদ্ধার দৃষ্টিশক্তি ফেরালেন ব্রিটিশ চিকিৎসকরা

১২

দায়িত্বে অবহেলা করায় তিন শিক্ষককে অব্যাহতি

১৩

‘এ আই’ নিয়ে যা বললেন রাধিকা

১৪

হজযাত্রীদের জন্য ‘সৌদি পারমিট’ নিয়ে নতুন নির্দেশনা

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল মুয়াজ্জিনের

১৬

ট্রাক উঠতেই ভেঙে গেল কালভার্ট

১৭

ইসরায়েলের ‘শত্রু’ নেতানিয়াহু, তাকে কারাগারে পাঠানো উচিত : সাবেক সেনাপ্রধান

১৮

ঢাকাসহ ১৩ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

১৯

আ.লীগ নেতার বাড়িতে মিলল স্লোভাকিয়ার রাইফেল-শটগান

২০
X