শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে ১৫তম স্নাতক গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

‘বাংলাদেশ গণিত সমিতি-এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন ১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৪’ উদ্বোধন। ছবি : কালবেলা
‘বাংলাদেশ গণিত সমিতি-এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন ১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৪’ উদ্বোধন। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশ গণিত সমিতি-এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন ১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৪’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এএফ মুজিবুর রহমান গণিত ভবনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন।

জানা যায়, ঢাকার দুই সিটি করপোরেশন এবং ৬টি বিভাগ থেকে আঞ্চলিক পর্বের প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের ৮৩ শিক্ষার্থী অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন।

চূড়ান্ত পর্বে বিজয়ী ১০ জন হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফওজিয়া আফিয়া ইসলাম ও মো. সবুজ রানা সোহাগ, বুয়েটের শিক্ষার্থী মো. জিম মিম সিদ্দিক সৌধ, অনিন্দ্য বিশ্বাস, তাহজিব হোসেন খান, মো. আশারুল ইসলাম ফাহিম ও ফাহিম মুহতামিম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. গোলাম মুসাব্বির জয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থী আহনাফ মারজুক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সুমন।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ বলেন, গণিত আমাদের চিন্তাশক্তি ও যুক্তিকে ক্ষুরধার করে। এর নিজস্ব একটি ভাষা রয়েছে। এই ভাষা আয়ত্ত করতে গণিত চর্চা অব্যাহত রাখতে হবে। গণিতের জ্ঞান পারিবারিক, সামাজিক ও কর্মজীবনে সবসময় কাজে লাগবে।

তিনি আরও বলেন, এই অলিম্পিয়াডের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সম্মিলন ঘটেছে। সবার মধ্যে ঐক্য গড়ে তুলতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ গণিত সমিতির সভাপতি এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের গণিত ভীতি কাটাতে গণিতের চর্চা বাড়াতে হবে। এক্ষেত্রে এই অলিম্পিয়াড কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সালাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম. নুরুল আলম এবং ১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনিরুল আলম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় জামায়াতের সম্মেলনে আ.লীগ নেতা

ফিলিস্তিনের পক্ষে অবস্থান মানেই আমেরিকার চোখে হুমকি

ইরানে ইসরায়েলের হামলার বিপজ্জনক তথ্য ফাঁস

রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া আরেক বাংলাদেশি যুবক নিহত

জাফরুর নতুন সভাপতি  আরেফিন অডেন, সম্পাদক আকতারুল

আশুলিয়ায় সরকারি হাসপাতালের দাবিতে শ্রমজীবী মানুষের মানববন্ধন

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে বিএসএফকে দিল ভারতীয়রা

‘এখন কেউ চাইলেই ইমামকে বহিষ্কার করতে পারবে না’

বাংলাদেশের কন্ডিশনে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: উইলিয়ামস

বর্তমান অবস্থায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব নয় : খলিলুর রহমান

১০

জলকেলিতে মাতলেন রাখাইন তরুণ-তরুণীরা

১১

অটোরিকশা নালায় পড়ে শিশু নিখোঁজ, মা উদ্ধার

১২

পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি

১৩

কুয়েটে আন্দোলনকারীদের গ্রাফিতিতে উপাচার্যের পদত্যাগ দাবি 

১৪

এবার লা লিগার সূচি নিয়ে বার্সা কোচের ক্ষোভ

১৫

ইসরায়েলের ‘অসম্ভব শর্ত’, প্রত্যাখ্যান করল ফিলিস্তিনি যোদ্ধারা

১৬

নির্বাচনের জন্য সংস্কার খুব জরুরি : এ্যানি

১৭

বিশ্বকাপে পাকিস্তান, জ্যোতিদের যে সমীকরণ

১৮

‘হাসিনার ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ হতে হবে’

১৯

আফগান সরকারকে সুখবর দিল রাশিয়া

২০
X