ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে আগামীকাল সোমবার ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রশাসন।
সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে প্রতিবাদ সমাবেশ ‘মার্চ ফর প্যালেস্টাইন’ অনুষ্ঠিত হবে।
খুবি শিক্ষার্থীদের ডাকা কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন সংহতি প্রকাশ করে সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের যে সকল ডিসিপ্লিনে সোমবার স্পেশাল টার্মের পরীক্ষা রয়েছে, তা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে উক্ত পরীক্ষার নতুন তারিখ জানানো হবে।
মন্তব্য করুন