মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১
জবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

সরকার পতনে জবির ৫ শিক্ষক-কর্মকর্তার বেতন বন্ধ

জবির কয়েকজন শিক্ষক। ছবি : সংগৃহীত
জবির কয়েকজন শিক্ষক। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়ের আসতে পারেনি তৎকালীন প্রভাবশালী অনেক শিক্ষক ও কর্মকর্তা। অনেকের বিরুদ্ধে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। নানা অভিযোগে বন্ধ করা হয়েছে বেতন। এরমধ্যে সাবেক প্রক্টর ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামালসহ পাঁচজনের বেতন বন্ধ করা হয়েছে।

বাকিরা হলেন, সাবেক সহকারী প্রক্টর নিউটন হাওলাদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ সেকেন্দার, জবি কর্মকর্তা সমিতির সভাপতি ডেপুটি রেজিস্ট্রার মো. কাজী মনির ও অর্থ দপ্তরের সহকারী পরিচালক সালাউদ্দিন মোল্লা কাদের।

তবে তাদের মধ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ সেকেন্দারের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, বিভাগীয় শিক্ষকদের বিরুদ্ধে অসদাচরণের, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সিনিয়র অধ্যাপক-ডিনদের বিরুদ্ধে অসদাচারণসহ নৈতিক স্খলনের অভিযোগে গত ১৭ নভেম্বর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এজন্য তার বেতন অর্ধেক বন্ধ রয়েছে। বাকিদের রাজনৈতিক কারণে বেতন বন্ধ করা হয়েছে।

এছাড়া বিভিন্ন কারণে অর্ধেক বেতন বন্ধ রয়েছে আরও পাঁচ শিক্ষক-কর্মকর্তার। এর মধ্যে আইন বিভাগের শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গত বছরের মার্চে সাময়িক বরখাস্ত হন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম। এজন্য তার বেতন অর্ধেক বন্ধ রয়েছে। অন্যদিকে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে একই বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে গত বছরের ২৪ মার্চ সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য তার বেতন অর্ধেক বন্ধ রয়েছে।

এছাড়া বিনা অনুমতিতে বিদেশ ভ্রমণসংক্রান্ত বিষয়ে তদন্ত চলমান থাকায় ৪ বছর ধরে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সোচনা শোভার বেতন বন্ধ আছে। একই বিভাগের আরেক সহকারী অধ্যাপক শামীম আরা পিয়া বিদেশে গিয়ে শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পর এখনো ফিরে না আসায় গত নভেম্বর থেকে তার বেতন সাময়িক বন্ধ রয়েছে। তবে তিনি ফের শিক্ষা ছুটি চেয়ে আবেদন করেছেন। তার আবেদন অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে এসে অফিস না করেও বেতন নেওয়ার অভিযোগে ডেপুটি রেজিস্ট্রার জিনাত জেরিন সুলতানার বেতন পুরোপুরি বন্ধ করা হয়ে।

বেতন বন্ধের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বলেন, এ পর্যন্ত তিনজন কর্মকর্তা ও দুজন শিক্ষকের বেতন বন্ধ আছে। কয়েকজনকে নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী বিষয়ে বলা যাবে।

বেতন বন্ধ হওয়ার বিষয়ে সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ৫ আগস্টের পর আমি ক্যাম্পাসে গেছি। এরপর হঠাৎ করে শারীরিকভাবে খুবই অসুস্থ (স্ট্রোকে) হয়ে পড়ি। এখনো সুস্থ্য হতে পারিনি। বিশ্ববিদ্যালয়ে ছুটির জন্য আবেদন করেছি। এর ভিতর আমার বেতন বন্ধের খবরে খুবই মর্মাহত হয়েছি। পরিবার নিয়ে চলা কষ্টকর। তিনি আরো বলেন, আমি ক্যাম্পাসে যেতে চাই। শ্রেণিকক্ষে ফিরতে চাই।

জবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন বলেন, কয়েকজনের বেতন বন্ধ আছে। আর কারও যদি বেতন বন্ধ হয় সেটা প্রশাসনিকভাবে হবে। কয়েকজনকে নিয়ে তদন্ত হচ্ছে এবিষয়ে অবগত আছি।

জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এ তালিকায় আরও নাম আসবে। বিষয়টি প্রসেসিংয়ে আছে। একটা তদন্ত কমিটি গঠন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া

ঈদ আনন্দ মিছিল, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের বিবৃতি

ঈদে শহীদ রিহানের বাড়িতে জামায়াত আমির

নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতা অপুর ঈদ শুভেচ্ছা বিনিময়

ঈদের দিনে কারাগারে কী খেলেন আ. লীগ নেতারা

শহীদ পরিবারের সঙ্গে ঈদ কাটল জামায়াত আমিরের

ঈদ শুভেচ্ছা জানাতে শহীদ মুগ্ধের বাসায় রিজভী

এতিমদের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানীর ঈদ উদযাপন

শহীদ পরিবারের সঙ্গে জবি সাংবাদিক সমিতি সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ 

গাজায় হামলা বন্ধে ট্রাম্পকে আহ্বান মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির

১০

জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারের পাশে থাকবে বিএনপি : আমিনুল হক

১১

মাহফুজ আলমের বাবার ওপর হামলাকারীদের পরিচয় জানালেন নাছির

১২

‘আলোচনা চলছে’—ট্রাম্পের হুমকির পর মস্কোর আশ্বাস ওয়াশিংটনকে

১৩

চুরি ও ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে পুলিশে দিল স্থানীয়রা

১৪

ঈদের খুতবায় ফিলিস্তিন থেকে ইসরায়েলকে উৎখাতের অঙ্গীকার খামেনির

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১৬

জমে উঠেছে শত বছরের বালিজুড়ী ইসলামীয়া ঈদমেলা

১৭

প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

১৮

ঈদের নামাজ শেষে জমি বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ১০

১৯

ইউক্রেন ইস্যুতে পুতিনের ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

২০
X