পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভ্যানচালক ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ) প্রতিবছরের ন্যায় চলতি বছরও এ উদ্যোগ গ্রহণ করে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তরের নিচতলায় প্রায় ৬০ জন ভ্যানচালক ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদসামগ্রীর মধ্যে ছিল মিনিকেট চাল তিন কেজি, তিন কেজি আলু, পেঁয়াজ দুই কেজি, পোলাও চাল এক কেজি, ডাল এক কেজি, চিনি এক কেজি, তেল এক লিটার, এক প্যাকেট নুডুলস, সেমাই এক প্যাকেট, দুধ এক প্যাকেট, লবণ এক কেজি ও ৩০০ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত তিনি বলেন, খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুসা) প্রতিবছর রমজানের শেষ পর্যায়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় তারই ধারাবাহিকতায় আজকের এ আয়োজন। অসহায়-দরিদ্র ভ্যানচালকদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে এ কর্মসূচি।
তিনি বলেন, এমন উদ্যেগ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ে। ভবিষ্যতে এমন উদ্যেগ গ্রহণে এবং সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
এ সময় খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মো. শহিদুল ইসলাম (সমাজকল্যাণ সহ-সম্পাদক) ও মো. আব্দুল্লাহ আল মামুন (ছাত্র বিষয়ক সহ-সম্পাদক), মোজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন