বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার আয়োজিত হতে যাচ্ছে বৈশাখী মেলা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বৈশাখী মেলার আয়োজন করেছে। মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্দিষ্ট সংখ্যক স্টল বা দোকান বরাদ্দ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের বা বিশ্ববিদ্যালয়ের বাইরের আগ্রহী সব ব্যক্তি বা প্রতিষ্ঠান এই মেলায় স্টল বা দোকান বরাদ্দ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন।
এতে আরও বলা হয়, যারা আবেদন করতে আগ্রহী তাদের ১০ এপ্রিল তারিখের মধ্যে নিবন্ধন ফর্ম পূরণ করতে হবে। নিবন্ধন ফর্ম ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে স্টল বরাদ্দের আবেদন করতে ছাত্র-ছাত্রীদেরও উৎসাহিত করা হয়েছে।
উল্লেখ্য যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট এই দাবি উত্থাপন করেন। এবং এতে অন্যান্য ছাত্র প্রতিনিধিরা একাত্মতা পোষণ করেন।
মন্তব্য করুন