পবিত্র মাহে রমজানের শেষ ১০ দিন কেন্দ্রীয় জামে মসজিদে ইতিকাফে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা শিবিরের দুই নেতা। তারা হলেন, শাখা শিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ জাহেদ ও বিজ্ঞান অনুষদের সভাপতি মুস্তাফিজুর রহমান।
জানা যায়, বিগত তিন বছরে রাজনৈতিক সহিংসতার কারণে ক্যাম্পাস জামে মসজিদে ইতিকাফে বসেননি কেউ। এর আগে ২০২০ সালে শিবিরের সাবেক সভাপতি জবি শিবিরের পক্ষ থেকে কাকরাইল জামে মসজিদে ইতিকাফে বসেছিলেন।
এদিকে ইসলামের দৃষ্টিতে রমজানের শেষ ১০ দিনে ইতিকাফের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। ইসলামি পরিভাষায় ইতিকাফ সুন্নতে মুয়াক্কাদাহ।
এ বিষয়ে বিজ্ঞান অনুষদের সভাপতি মুস্তাফিজুর রহমান বলেন, ‘সর্বশেষ ৩টি রমজানে ইতিকাফ হয়নি। ইতিকাফে বসা সুন্নতে মুয়াক্কাদাহ, এবং ইসলামে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোনো মহল্লা বা কোনো এলাকায় যদি একজন ব্যক্তি ইতিকাফে বসেন, তাহলে তা সবার জন্য আদায় হয়ে যায়। এই বিষয়টি বিবেচনায় রেখে এবং শাখা শিবিরের নির্দেশনায় আমরা ইতিকাফে বসেছি। আমরা চাই, ক্যাম্পাসে সুন্নতের প্রচলন নিয়মিত হোক। এতে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার বৃদ্ধি ঘটবে।’
অফিস সম্পাদক মোহাম্মদ জাহেদ বলেন, ‘ছাত্রশিবিরের পক্ষ থেকে প্রতিবছরই ইতিকাফে বসা হয়। যেহেতু আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনশক্তি, তাই ক্যাম্পাস মসজিদে ইতিকাফে বসা আমাদের হক। বিগত ফ্যাসিবাদের সময়গুলোতে আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছি।’
শিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এবছর কাটাবন ও ক্যাম্পাস মসজিদে আমাদের দুইজন করে মোট চারজন ভাই ইতিকাফে বসেছেন। প্রতি বছরই আমাদের শাখার পক্ষ থেকে ইতিকাফে বসা হয়। এর আগে বিষয়গুলো প্রকাশ হয়নি, কারণ গ্রেপ্তার হওয়ার ভয় ছিল।’
মন্তব্য করুন