ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের এক দোকানির ছেলে।
ওই শিক্ষার্থীর নাম তানভীর হাসান রিফাত। তিনি কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টায় এই ইউনিটের ফলাফল প্রকাশিত হয়। এতে পাশ করেছেন ৫ দশমিক ৯৩ শতাংশ।
শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও চান্স পেয়েছেন রিফাত।
তার বাবা হাজী মুহম্মদ মুহসীন হলের দোকানদার মো. ওয়াদুদ। হলে দোকানদারি করে যে উপার্জন করেন তা দিয়ে ছেলের পড়ালেখার খরচ চালান তিনি।
অনুভূতি ব্যক্ত করে রিফাত কালবেলাকে বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। বাবা-মা মায়ের স্বপ্ন যাতে পূরণ করতে পারি এই প্রত্যাশা আমার।
তার বাবা মো. ওয়াদুদ কালবেলাকে বলেন, ছেলের এই সাফল্যে আমি খুবই আনন্দিত। দোয়া করি সে অনেক বড় হোক।
মন্তব্য করুন